আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমার এই ম্যাসেজ যারা ভবিষ্যৎ আলিম/এইচএসসি পরীক্ষার্থী দের উদ্দেশ্যেঃ
যারা ভবিষ্যতে ইউরোপ এর আশা ছেড়ে পবিত্রভূমি সৌদি তে উচ্চশিক্ষার নিয়ত করেছেন এবং আপনারা বর্তমানে ক্লাস ৯-১২ এর মধ্যে আছেন তারা অবশ্যই এখন সব মাথা থেকে ঝেরে ফেলুন। আপাতত স্কলারশিপ বা এইসকল চিন্তা থেকে বের হয়ে নিজের রেজাল্ট কে খুব গুরুত্ব দিন ও পড়াশোনা করুন। কারন, আপনি যদি রেজাল্ট ভাল না করেন বাংলাদেশের ইউনিভার্সিটিতেও চান্স পাওয়া আপনার জন্য কঠিন সেখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে আপনার চান্স পাওয়া আরও কঠিন।
আল্লাহ চাইলে অবশ্যই হবে কিন্তু আপনার প্রচেষ্টা ও থাকতে হবে। আপনার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ ভাল ফলাফল করা। এ গ্রেড বা এ+ না বরং গোল্ডেন এ+ নিয়ে কিভাবে বের হবেন সেই চিন্তা নিয়ে পড়তে বসুন।
সৌদি আরবে বর্তমানে প্রতিযোগিতা অনেক বেশি। আর এখন যেহেতু আবেদনটাকে সেন্ট্রালাইজ করে ফেলেছে। একটি কেন্দ্রীয় ওয়েবসাইটে সকল আবেদন পরে তাই এখানে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে গেছে। তাই পরামর্শ থাকবে আপনারা খুব ভালভাবে পড়াশোনা করুন।
কওমী/বেফাক পড়ুয়া ভাইদের উদ্দেশ্যেঃ
আপনারা যারা কওমী থেকে পড়ছেন (মুয়াদালাকৃত মাদ্রাসা ব্যতিত) আপনাদের জন্য দুঃসংবাদ হল আপনারা এই সনদ দিয়ে চান্স পাবেন না। কওমী বা বেফাক এর সনদ সৌদি আরবে গ্রহনযোগ্য না। তাই অবশ্যই আপনারা বাসায় কথা বলে পাশাপাশি কলেজ/আলিয়া মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়বেন। আর যদি মিশরে পড়তে চান তবে কওমী দিয়েই হয়ে যাবে। আলিয়া না হলেও হবে।
©