শুরু হয়েছে আজারবাইজান সরকারি স্কলারশিপ ২০২৫। নিচে বিস্তারিত উল্লেখ করা হলোঃ
প্রোগ্রামঃ
- ব্যাচেলর – ৪ থেকে ৫ বছর
- মাস্টার্স – ১.৫ থেকে ২ বছর
- পিএইচডি – ৩ বছর
- জেনারেল মেডিসিন – ৫ থেকে ৬ বছর
- মেডিসিন রেসিডেন্সি – ২ থেকে ৫ বছর
বয়সঃ
- ব্যাচেলর – 15.09.2025 এর মধ্যে ৩৫ এর নিচে থাকতে হবে
- মাস্টার্স – 15.09.2025 এর মধ্যে ৪০ এর নিচে থাকতে হবে
- পিএইচডি -15.09.2025 এর মধ্যে ৪৫ এর নিচে থাকতে হবে
- জেনারেল মেডিসিন – 15.09.2025 এর মধ্যে ৩৫ এর নিচে থাকতে হবে
- মেডিসিন রেসিডেন্সি – 15.09.2025 এর মধ্যে ৪০এর নিচে থাকতে হবে
স্কলারশিপ সুযোগ সুবিধাঃ
- টিউশন ফি (কোর্স ফি ও ভাষা কোর্স এখানে শিখানো হবে এটার টিউশন ফি লাগবেনা)
- ফ্লাইট টিকেট
- স্টাইপেন্ড ৪৭০ ইউএসডি১০ মাস দিবে (জুলাই ও আগস্ট মাসে দিবেনা)
- মেডিকেল ইন্সুরেন্স ১১৭ ইউএসডি
- সিঙ্গেল এন্ট্রি ভিসা
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- ফর্ম (সেটা আমরা ফিলাপ করে দিব)
- পার্সপোর্ট
- সার্টিফিকেট ও মার্কশিট
- সিভি
- মেডিকেল সার্টিফিকেট (HIV/ AIDS & Hepataisis B/ C এর রিপোর্ট উল্লেখ থাকতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো হওয়া যাবেনা)
- ভাষাগত দক্ষতার সার্টিফিকেটঃ ব্যাচেলর এর জন্যঃ IELTS – 5 TOFEL – 40, মাস্টার্সঃ IELTS – 5.5 TOFEL – 50 অথবা আপনাকে ইংরেজি মিডিয়াম/ ভার্সন থেকে পড়লে পারবেন (ইংরেজি সাবজেক্ট নিলে তবেই লাগবে নতুবা নয়)
- মোটিভেশন লেটার
- এক্সট্রা কারিকুলার (যদি থাকে)
বিশ্ববিদ্যালয়ঃ
- Azerbaijan State Oil and Industry University
- Khazar University
- Azerbaijan State University of Economics (UNEC)
- Baku Engineering University
- Baku Higher Oil School
- Karabakh University
- ADA University
- Baku State University
- National Aviation Academy
- Nakhchivan State University
এখানে যেসব প্রোগ্রাম পড়ানো হবে ও যেগুলো প্রিপেয়াটরি কোর্স আছে তার লিস্ট দেয়া আছে ।
দেখতে এই লিংকে ক্লিক করুন।
স্কলারশিপ টাইমলাইনঃ
- আবেদন জমাঃ ১৫ মার্চ – ১৫ মে
- আবেদন রিভিউঃ ১৬ মে – ৩১ মে
- দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন – ০১ জুন – ১৫ জুন
- দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন রিভিউ – ১৬ জুন – ১৫ জুলাই
- নিবার্চিত ক্যান্ডিডেটদের কল করবে – ১৬ জুলাই – ৩১ জুলাই
- একাডেমিক ইয়ার শুরু – ১৫ সেপ্টেম্বর
- আজারবাইজান পৌছাতে হবে – ৩০ সেপ্টেম্বরের মধ্যে
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com
📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Group: https://chat.whatsapp.com/Cxi4R8KwGIAB28I2jhUW0h
WhatsApp Channel:

