Al Azhar University Scholarship 2023-24 | আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৩-২৪

আলহামদুলিল্লাহ, আল আজহার ও আল শরিফ ইউনিভার্সিটি তে স্কলারশিপ আবেদন শুরু হয়েছে ২০২৩-২৪ সেশনে। আল আজহার ইউনিভার্সিটি মিশরের অধিক পরিচিত ও সবথেকে প্রাচীন একটি বিশ্ববিদ্যালয় ।

আল আজহার ও আল শরিফ এর অফিশিয়াল ২০২৩-২৪ বিজ্ঞপ্তি ডাউনলোড করুনঃ Download

স্কলারশিপের সুবিধাঃ

  1. থাকা-খাওয়া ফ্রি
  2. টিউশন ফি নেই
  3. ক্যাম্পাসের বাইরে থাকলে ২৫০০ পাউন্ড এবং ক্যাম্পাসের মধ্যে থাকলে ১৫০০ পাউন্ড স্টাইপেন্ড দ্যেয়া হবে।
  4. ভিসা ও বিমান টিকেট।
  5. ভর্তি হতে কোন ফি দরকার হয়না।

আবেদন করতে যা যা প্রয়োজনঃ

১. দাখিল+ আলিম (সার্টিফিকেট ও মার্কশীট)।
২. জন্ম সনদ।
৩. মেডিক্যাল সার্টিফিকেট।
৪. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৫. পাসপোর্ট কপি।
৬. পার্সোনাল ছবি ৬ টি
৭. আরবি ভাষা শিক্ষা কোর্সের সার্টিফিকেট (যদি থাকে)।
৮. ই-মেইল আইডি।
৯. মোবাইল নাম্বার।
১০. করোনা টেস্টের রিপোর্ট (PCR Negative)/ করোনা টিকার সার্টিফিকেট।
১১. এন আই ডি কার্ড (জাতীয় পরিচয়পত্র)।

বি: দ্রঃ আগামী ১০ আগস্টের মধ্যে আবেদনের অনলাইন কপি ও প্রাথমিক তথ্য ফরমসহ উপরোল্লেখিত সকল কাগজপত্র সমুহের আরবি অনুবাদ করে  সত্যায়িত কপি সচিবালয়ে জমা দিতে হবে।

প্রশ্নঃ কারা আবেদন করতে পারবে?

উত্তরঃ মিশরের সরকারি স্কলারশিপে সবাই আবেদন করতে পারবেন এইচএসসি বা আলিয়া থেকে। তবে আল আজহারে শুধুমাত্র আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।

আবেদন শেষ হবার ডেডলাইনঃ

অনলাইনে আবেদন শেষ হবে ৯ আগস্ট ২০২৩ । ফাইল জমা দেয়ার শেষ তারিখ ১০ আগস্ট ২০২৩ বিকাল ৩:৩০ পর্যন্ত।


📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
🟦 Facebook ID: https://www.facebook.com/scholarshipcarecenter/
🗣️ Messenger: https://m.me/scholarshipcarecenter
☎️ WhatsApp Number: +8801779-748813 (Text Only)
☎️ WhatsApp: https://wa.me/message/77CR5HSCWW2WA1
📧 Email: scholarshipcarecenter10@gmail.com
🟦 Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter
🟦 Website: https://scholarshipcarecenter.com/

2 Comments

  1. ফাজিলের সার্টিফিকেট দিয়ে সৌদি আরবে মাস্টার্স করা যাবে?
    বা কোন কোন ডিপ্লোমা করা যাবে ফাজিলের সার্টিফিকেট দিয়ে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *