Albukhary International University (AIU), Malaysia Scholarship. আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালেশিয়া স্কলারশিপ ২০২৫

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, 

আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সের স্কলারশিপ এর আবেদন চলতেছে। এটি মূলত সারাবছরই হয়ে থাকে। প্রতি ইন্টেকে ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ই পারবে আর মেয়েদের কোন মাহরাম লাগবেনা। নিচে বিস্তারিত আলোচনা করা হলো,

প্রোগ্রামের ধরনঃ স্কলারশিপ ২০২৩ (বর্তমানে অক্টোবর ইন্টেক চলছে অনার্স এর জন্য)

স্কলারশিপের শর্তসমূহঃ

  • বয়সসীমা ১৮-২২ হতে হবে
  • অবিবাহিত হতে হবে
  • 300$ USD এর নিচে ফ্যামিলির মাসিক ইনকাম হতে হবে।

স্কলারশিপের সুবিধা-সমূহঃ 

  1. টিউশন ফি নেই
  2. একোমোডেশন সুবিধা
  3. খাবারের জন্য প্রতি মাসে ৪৫০ মালেশিয়ান রিঙ্গিত

উল্লেখ্য যে, আবেদনকারীর রেজাল্ট ও আর্থিক অবস্থার উপর ভিত্তি করে স্কলারশিপ দেয়া হবে। এটি পার্শিয়াল ও হতে পারে আবার ফুল ফ্রি ও হতে পারে। এমনকি কন্ডিশনাল ও হতে পারে। আর ভিসা ও টিকেট ফি ভার্সিটি দিবেনা। যাদের আর্থিক অবস্থা ভাল নয় তাদের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবেদনের জন্য যা যা লাগবে – অবশ্যই সমস্ত কাগজ ইংরেজি হতে হবেঃ

  1. পাসপোর্ট কপি
  2. SSC+HSC মার্কশীট ও সার্টিফিকেট ও প্রশংসাপত্র
  3.  IELTS/TOEFL/Linguaskill/MUET/ অন্যান্য সার্টিফিকেট (যদি থাকে ইংরেজি ভাষার যেকোন সার্টিফিকেট সাবমিট করতে পারবেন।)
  4. বাবার পাসপোর্ট/মৃত্যু সনদ/ আইডেন্টিফিকেশন ডকুমেন্টস (NID, Birth Certificate in English) (যদি প্রযোজ্য হয়)
  5. মায়ের পাসপোর্ট/মৃত্যু সনদ/ আইডেন্টিফিকেশন ডকুমেন্টস (NID, Birth Certificate in English) (যদি প্রযোজ্য হয়)
  6. চেয়ারম্যান কর্তৃক বাবার মাসিক ইনকাম স্লিপ / ব্যাংক স্টেটমেন্ট (যদি প্রযোজ্য হয়)
  7. চেয়ারম্যান কর্তৃক মায়ের মাসিক ইনকাম স্লিপ / ব্যাংক স্টেটমেন্ট (যদি প্রযোজ্য হয়)
  8. কারেন্ট/পানির বিলের কপি (যদি প্রযোজ্য হয়)
  9. ইনকাম ডিক্লেয়ারেশন ফরম (১৩ নং এ যে দুইজন থেকে রেফারেন্স লেটার নিবেন তাদের যেকোন একজনকে এই ফরম  ভেরিফাই করে দিতে হবে। ) Download Form
  10. আপনার পাসপোর্ট সাইজ ছবি
  11. আপনার বাসার বাইরে থেকে একটা ছবি, রান্নাঘর ও লিভিং রুমের একটা ছবি
  12. আপনি যদি অন্য স্কলারশিপ পেয়ে থাকেন সেটির অফার লেটার/ স্পন্সর পেয়ে থাকলে সেটির লেটার (যদি থাকে)
  13. দুইজন এর ইংরেজি রেফারেন্স লেটার (আপনার ও আপনার পড়াশোনা সম্পর্কে এবং আপনার আর্থিক অবস্থা, আপনার বাবা,মায়ের পেশা, মাসিক ইনকাম ও আপনার পারিবারিক জীবনযাত্রার অবস্থা সম্পর্কে ইংরেজিতে লিখে দিতে হবে চাইলে নিজে লিখে সাইন করিয়ে নিতে পারেন। বড় সরকারি কর্মকর্তা/ চেয়ারম্যান ও মেম্বার থেকে নিতে পারেন) যারা রেফারেন্স লেটার দিবে তাদের নাম, ঠিকানা, পেশা যেমনঃ (চেয়্যারম্যান, মেম্বার বা সরকারি কর্মকর্তা ইত্যাদি) তাদের ইমেইল ও ফোন নাম্বার দরকার হবে।

উল্লেখ্য, প্রতিটি কাগজ ইংরেজিতে হতে হবে। ইংরেজি না থাকলে ইংরেজি অনুবাদ করে নোটারি করে নিতে হবে। ৪-৮ নং  এগুলোর পাশে if applicable দিয়ে দিয়েছে। অর্থ্যাৎ যদি এগুলো দরকার হয় তখন দিতে হবে। একান্ত না থাকলে যেমন বাবা মায়ের পাসপোর্ট ইত্যদি। না দিলেও হবে। তবে ইনকাম স্লিপ লাগবে। ব্যাংক স্টেটমেন্ট না নিতে পারলে এলাকার চেয়্যারম্যান থেকে লিখিত নিতে হবে মাসিক ইনকামের ব্যাপারে। তবে ব্যাংক স্টেটমেন্ট নিতে পারলে বেশি ভাল। মনে রাখবেন ডকুমেন্টস দিয়ে যত প্রুভ করতে পারবেন তত স্কলারশিপের সম্ভাবনা বাড়বে।

যে যে বিষয় এপ্লাই করতে পারবেনঃ

  1. Foundation in Computing
  2. Bachelor of Business Administration (Honous)
  3. Bachelor of Business Administration (Honours) (Marketing)
  4. Bachelor of Business Administration (Honours) (Human Resource Management)
  5. Bachelor in Early Childhood Education (Honours)
  6. Bachelor of Elementary Education (Honours)
  7. Bachelor of Media and Communication (Honours)
  8. Bachelor of Economics (Honours)
  9. Bachelor of Social Development (Honours)
  10. Bachelor of Computer Science (Honours)
  11. Bachelor of Finance (Islamic Finance) (Honours)
  12. Bachelor of Politics and International Relations (Honours)

Guidelines for Personal Statement (PS): How to Answer the 3 Questions

  • • PS must be written in reference to the programme that you intend to apply for:
  • For example: if you would like to apply for Bachelor of Computer Science, please include
    appropriate reasoning and sufficient details to support your application (e.g additional
    certificates and experience in Computing/ Programming, etc.)
  • You are encouraged to include your involvement in extracurricular activities/volunteering
    work and describe what you have gained from that experience. Other additional attributes
    and non-academic credentials may also bring added value to your PS.
  • You may want to explain your/your family’s current financial condition, but avoid
    lamenting too much on your economic status and focus more on promoting your skills and
    strengths (why you are our potential scholar)
  • You MUST answer all three questions in the personal statement and each question MUST
    be at least 150 words.
  • • The usage of any A.I assistant for personal statements is highly prohibited.

 

 

কেন আমাদের মাধ্যমে আবেদন করবেন?

আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার আবেদনটি নির্ভুল ভাবে সম্পন্ন করতে ও সাবমিট এর আগে আবেদন আপনি চেক করে নিতে পারবেন। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার ও ফি বেশি হলেও এতে আপনার আবেদন নিয়ে দুশ্চিন্তা করতে হবেনা ইনশাআল্লাহ।


📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
🟦 Facebook ID: https://www.facebook.com/scholarshipcarecenter/
🗣️ Messenger: https://m.me/scholarshipcarecenter
☎️ WhatsApp Number: +8801779-748813 (Text Only)
☎️ WhatsApp: https://wa.me/message/77CR5HSCWW2WA1
📧 Email: scholarshipcarecenter10@gmail.com
🟦 Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter
🟦 Website: https://scholarshipcarecenter.com/
🟥 স্কলারশিপ কেয়ার সেন্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *