আলিম/HSC সাময়িক সনদ উত্তোলন করার নতুন পদ্ধতি – ২০২৩
যেই মাদরাসা/স্কুল থেকে আলিম/HSC পরীক্ষা দিয়েছেন সেই মাদ্রাসা/স্কুল থেকেই অনলাইনে সাময়িক সনদের জন্য আবেদন করতে হবে। কারন বোর্ড থেকে এখন আর সরাসরি সাময়িক সনদ নেয়া যায়না।
মাদরাসার/স্কুল কর্তৃপক্ষ তাদের বোর্ডের ওয়েবসাইটে নিজস্ব একাউন্টে লগিন করে আবেদন করে দিবে অর্থ্যাৎ স্কুল/মাদ্রাসা কর্তৃপক্ষ কে একটা আইডি ও পাসওয়ার্ড দেয়া হয় ঐ স্কুল/মাদ্রাসা যেই বোর্ডের আন্ডারে আছে সেই বোর্ডের ওয়েবসাইটে লগিন করার জন্য।
ফিঃ সরকারি ফি ৫০০ টাকা; অনলাইন পেমেন্ট করতে হবে (বিকাশে পেমেন্ট করলেই চলবে)।
যে সকল কাগজ আবেদন করার আগেই স্ক্যান করে নিতে হবে হবে:
- নিজের পাসপোর্ট সাইজের ছবি
- আলিম/HSC এডমিট ও রেজিস্ট্রেশন কার্ড
- আলিম/HSC মার্কশিট (ফ্রেশ কপি বা অনলাইন কপি)
আবেদন করার পর সর্বোচ্চ ৩ দিনের ভিতর যখন আপনার মোবাইলে বোর্ড থেকে ফিরতি মেসেজ আসবে তখন স্বশরীরে বোর্ডে নিম্নলিখিত কাগজপত্র সাথে নিয়ে উপস্থিত হবেন-
• অনলাইন আবেদন কপি
• পেমেন্ট স্লিপ
• এডমিট কার্ড
• রেজিস্ট্রেশন কার্ড
• মার্কশিট (ফ্রেশ কপি বা অনলাইন কপি)
→ অনেক মাদরাসা/স্কুল বিষয়টা জানেনই না! সেজন্য তাদেরকে বিষয়টি জানালেই হবে। ইনশা আল্লাহ। এখন আর আগের মত সরাসরি বোর্ডে গিয়ে সাময়িক সনদ তোলা যায়না। তাই যারা জানেনা তাদের বিষয়টি অবহিত করুন ও তারা যেন সাময়িক সনদ তুলে দেয়ার ব্যবস্থা করে সেই জন্য কথা বলুন।
সকল বিদেশে উচ্চশিক্ষায় অর্জনে ইচ্ছা পোষনকারী ভাই/বোনদের জন্য দোয়া ও শুভকামনা।
-স্কলারশিপ কেয়ার সেন্টার
জাযাকাল্লাহু খায়রান ,
ভাই অনেক অপেক্ষায় ছিলাম এটার জন্য।