আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমাদেরকে অনেকেই আরবি ভাষা কোর্স করানোর জন্য বলেছেন কিন্তু আমাদের কাছে সেই পর্যাপ্ত সময় না থাকায় আমরা কোর্স করাতে ইচ্ছুক নই। তাই আপনারা যারা আরবি ভাষা সহজে শিখতে চান ও মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে সহ পৃথিবীতে আরবি ভাষা শিক্ষার সাড়া জাগানিয়া বই “العربية بين يديك – আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক” যেটি সাজানো হয়েছে একদম বেসিক আরবি থেকে। তাই সবাই আপনারা এই কোর্স টি করতে পারবেন।
কোর্সটি করতে আপনার যে দক্ষতার প্রয়োজন হবেঃ
ব্যাসিক আরবি পড়তে জানা ও কোর্সটি ইংরেজিতে হওয়ায় ইংরেজি দক্ষতা থাকা। যদিও সৌদি আরবে এই কোর্সটি আরবি তে হয়ে থাকে কিন্তু আমাদের রিসোর্সের যিনি মেন্টর তিনি ইংরেজিতে পড়াবেন বিধায় ইংরেজি জানতে হবে।
কোর্সটি যেভাবে হবেঃ
এটি একটি সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস। এখানে লাইভ ক্লাসের কোন সুযোগ নেই। যেহেতু এটি একটি ফ্রি রিসোর্স।
যেসকল বই পড়ানো হবেঃ
কোর্সটিতে ” আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক” এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খন্ড পড়ানো হবে। যেহেতু এই বইটির ৪টি খন্ডই আপাতত রয়েছে।
কোর্সের বই গুলো যেভাবে পাবেনঃ
কোর্সের বইগুলো আপনারা গুগল থেকে সার্চ করলেও পিডিএফ পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমরা আপলোড করে দিয়েছি তাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেও পেয়ে যাবেন।
টেলিগ্রাম গ্রুপ লিংকঃ জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে।
কোর্সগুলোর ভিডিও যেভাবে পাবেনঃ
১। আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক – ১ম বই (১-৮ ইউনিট) ভিডিও লিংকঃ Arabiyyah Bayna Yadayk | Book 1 | Unit 1 to 8
২। আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক – ১ম বই (৯-১৬ ইউনিট) ভিডিও লিংকঃ Arabiyyah Bayna Yadayk | Book 1 | Unit 9 to 16
৩। আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক – ২য় বই (১-৮ ইউনিট) ভিডিও লিংকঃ Arabiyyah Bayna Yadayk | Book 2 | Unit 1 to 8
৪। আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক – ২য় বই (৯-১৬ ইউনিট) ভিডিও লিংকঃ Arabiyyah Bayna Yadayk | Book 2 | Unit 9 -16
উল্লেখ্য যে, আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক বইগুলোর পিডিএফ ইন্টারনেটে এভেইলেবল থাকায় আমরা শেয়ার করেছি। কেউ যদি এই বইগুলোর্ড হার্ড কপি কিনতে চান তারা বিভিন্ন সোশ্যাল প্লার্টফর্ম থেকে অর্ডার করতে পারেন অথবা “Arabic at your hands” এই অফিশিয়াল ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন। এই কোর্স করে আপনাদের কোন সার্টিফিকেট দেয়া হবেনা।
মহান আল্লাহ আপনাদের আরবি শেখার এ যাত্রাপথকে কবুল করুন। আমিন।
الحمد لله