Hammad Bin Khalifa University Scholarship 2025 | হাম্মাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৫

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় (HBKU) স্কলারশিপ হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপে কাতারে পড়াশোনা করার জন্য একটি জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রাম। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৫-এর জন্য আবেদন চলছে । এটি সম্পূর্ণ অর্থায়িত স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং আইন ডিগ্রি প্রোগ্রাম অফার করে। এই স্কলারশিপটি সারা বিশ্বের কাতারি শিক্ষার্থী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় কাতারের রাজধানী দোহায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের সঠিক সংখ্যা প্রতি বছর পরিবর্তিত হয়। HBKU স্কলারশিপের জন্য যোগ্য হতে হলে শিক্ষার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রোগ্রামে ভর্তির প্রস্তাব পেতে হবে। ভর্তির পর HBKU স্কলারশিপ সম্পর্কে আরও তথ্য আবেদনকারীদের সাথে আলোচনা করা হবে।

আপনি আবেদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

স্কলারশিপের ধরনঃ ফুল ফান্ডেড।

কোন কোন ডিগ্রির উপর চলমানঃ অনার্স, মাস্টার্স এবং পিএইচডি।

 

স্কলারশিপের সুযোগ-সুবিধাসমুহঃ

  1. মাসিক স্টাইপেন্ড (স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৫ হাজার কাতারি রিয়াল দেয়া হবে। পিএইচডি শিক্ষার্থীদের প্রতিমাসে ৭ হাজার ৫০০ কাতারি রিয়াল দেয়া হবে)
  2. একোমোন্ডেশন কভারেজ
  3. টিউশন ফি কভারেজ
  4. রিটার্ন এয়ার টিকেট
  5. বিবাহিত ছাত্রদের জন্য ফ্যামিলি হাউজিং

 

যে যে মেজরগুলো এখানে পড়ানো হবেঃ

1. College of Islamic Studies (CIS)

  • PhD in Islamic Finance and Economy
  • PhD in Islamic Studies

2. College of Humanities and Social Sciences (CHSS)

  • PhD in Humanities and Social Sciences

3. College of Science and Engineering (CSE)

Undergraduate Programs:

  • Bachelor of Science in Computer Engineering
  • Bachelor of Science in Electrical Engineering
  • Bachelor of Science in Mechanical Engineering
  • Bachelor of Science in Chemical Engineering

Graduate Programs:

  • Master of Science in Cybersecurity
  • Master of Science in Data Science and Engineering
  • Master of Science in Logistics and Supply Chain Management
  • Master of Science in Sport and Entertainment Management
  • Master of Science in Sustainable Energy
  • Master of Science in Sustainable Environment
  • PhD in Computer Science and Engineering
  • PhD in Logistics and Supply Chain Management
  • PhD in Sustainable Energy
  • PhD in Sustainable Environment

4. College of Law

  • Juris Doctor (JD)

5. College of Health and Life Sciences (CHLS)

  • PhD in Biological and Biomedical Sciences
  • PhD in Genomics and Precision Medicine

6. College of Public Policy (CPP)

    • Executive Program on Development Policies and Practices (DPP)
    • Executive Program on Conflict and Fragility Management (CFM)

 

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • ছবি
  • পার্সপোর্ট
  • সিভি
  • জন্মসনদ ও এন আই ডি
  • পুলিশ ক্লিয়ারেন্স (যদি থাকে)
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট (এস.এস.সি/ দাখিল ও এইচ.এস.সি/ আলিম)
  • দুটি রিকমেন্ডেশন লেটার
  • ILETS /GRE/GMAT/SAT/ACT
  • জব অভিজ্ঞতা (যদি থাকে)
  • লেটার অফ ইন্টেন্ট (সেটা আমরা আবেদন এর সময় বলে দিব কি কি লেখবেন)
  • জীবনবৃত্তান্ত/সিভি
  • ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র (TOEFL, IELTS ইত্যাদি)

অতিরিক্ত কাগজপত্র (নির্দিষ্ট ডিগ্রির জন্য প্রয়োজনীয়)

  •  SAT, ACT – স্নাতক এর জন্য।
  • GRE, GMAT – স্নাতকোত্তর, পিএইচডি এর জন্য।
  • রিসার্চ প্রপোজাল স্নাতকোত্তর, পিএইচডি জন্য।

আবেদনের জন্য বয়সসীমাঃ 

কোনো বয়সসীমা নেই।

 

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  1. কাতারের বাইরের শিক্ষার্থীদের জন্য- ০২ফেব্রুয়ারি,২০২৫ইং। (এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য)
  2. কাতারের শিক্ষার্থীদের জন্য – ১৩ মার্চ, ২০২৫ইং।
  3. লেট আবেদন কাতারি শিক্ষার্থীদের জন্য – ০১ মে, ২০২৫ইং

 

 

📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com

📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Group: https://chat.whatsapp.com/Cxi4R8KwGIAB28I2jhUW0h

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *