আসসালামু আলাইকুম। নতুন বছরের জন্য শুরু হয়ে গেল ভারতের একটা চমৎকার আইসিসিয়ার স্কলারশিপ ২০২৫ । সবাইকে সুন্দর করে পুরো পোস্ট সময় নিয়ে পড়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আইসিসিআরের স্কলারশিপ স্কিমের ঘোষণা
ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (ICCR) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নিম্নলিখিত স্কলারশিপ স্কিম ঘোষণা করেছে:
১) অটল বিহারী বাজপেয়ী সাধারণ স্কলারশিপ স্কিম (A1201)
(পূর্বে এটি সাধারণ স্কলারশিপ স্কিম নামে পরিচিত ছিল)
এই স্কিমের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ভারতীয় বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য বিশ্বব্যাপী ৬৪০টি স্কলারশিপ বরাদ্দ করা হয়েছে।
২) লতা মঙ্গেশকর নৃত্য ও সংগীত স্কলারশিপ স্কিম (A1209)
(পূর্বে এটি ভারতীয় সংস্কৃতির জন্য আইসিসিআর স্কলারশিপ স্কিম নামে পরিচিত ছিল)
এই স্কিমের অধীনে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন শাখায় যেমন নৃত্য, সংগীত, থিয়েটার, পারফরমিং আর্ট, ভাস্কর্য, ভারতীয় ভাষা, ভারতীয় রান্না ইত্যাদি বিষয়ে অধ্যয়নের জন্য বিশ্বব্যাপী ১০০টি স্কলারশিপ বরাদ্দ করা হয়েছে।
শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিদর্শন করে প্রদত্ত কোর্স, যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য সাধারণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার আগে শিক্ষার্থীদের নিশ্চিত করতে হবে যে তারা কোর্সের জন্য যোগ্য এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা দিয়েছেন।
দ্রষ্টব্য:
- যদি মূল নথিপত্র ইংরেজিতে না থাকে, তবে সেগুলোর ইংরেজি অনুবাদ বাধ্যতামূলক।
- অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হতে পারে।
- শিক্ষার্থীদের তাদের আবেদন জমা দেওয়ার আগে যথাযথভাবে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বয়সসীমা (পোর্টাল খোলার তারিখ অনুযায়ী)
- স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য: ১৮-৪০ বছর
- পিএইচডি প্রোগ্রামের জন্য: সর্বোচ্চ ৫০ বছর
স্বাস্থ্যবীমা সংক্রান্ত নির্দেশনা
সকল আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য ভারতীয় রুপি ৫ লক্ষ টাকা (প্রতি বছর) বীমার কভারেজ সহ মেডিকেল ইনস্যুরেন্স গ্রহণ বাধ্যতামূলক। শিক্ষার্থীরা ভারতে আসার আগে বা পৌঁছানোর পর যে কোনো সময় তাদের সুবিধামতো বীমা গ্রহণ করতে পারেন। শিক্ষার্থীদের সুবিধার্থে পোর্টালে দুটি বীমা সংস্থার তথ্য দেওয়া থাকবে।
ভর্তির পরবর্তী ধাপ
A2A পোর্টালের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করে এবং সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাস/মিশন তাকে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত নেয়, তাহলে শিক্ষার্থীকে SII পোর্টালে নিবন্ধন করতে হবে (ইউনিক আইডি গ্রহণ ও ভিসা প্রক্রিয়ার জন্য)। ভিসা ও FRRO-তে নিবন্ধন SII পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আইসিসিআর স্কলারশিপের সময়সূচি
তারিখ | কাজের বিবরণ |
---|---|
২০ ফেব্রুয়ারি ২০২৫ | আবেদনপত্র গ্রহণের জন্য পোর্টাল চালু |
৩০ এপ্রিল ২০২৫ | আবেদনের শেষ তারিখ |
৩১ মে ২০২৫ | বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি নিশ্চিতকরণ/প্রত্যাখ্যানের শেষ তারিখ |
১৫ জুন ২০২৫ | ভারতীয় দূতাবাস/মিশন স্কলারশিপ অনুমোদনের শেষ তারিখ |
২২ জুন ২০২৫ | শিক্ষার্থীদের স্কলারশিপ গ্রহণ/প্রত্যাখ্যান নিশ্চিত করার শেষ তারিখ |
০১ জুলাই ২০২৫ | প্রথম রাউন্ডে আসন খালি থাকলে অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের স্কলারশিপের প্রস্তাব দেওয়ার তারিখ |
১০ জুলাই ২০২৫ | দ্বিতীয় রাউন্ডের শিক্ষার্থীদের স্কলারশিপ গ্রহণ নিশ্চিত করার শেষ তারিখ |
FINANCIAL TERMS AND CONDITIONS FOR SCHOLARSHIPS HANDLED BY ICCR
Category | Details | Amount (INR) |
---|---|---|
STIPEND (per month) | Undergraduate | 18,000 |
Postgraduate | 20,000 | |
M. Phil / Ph.D | 22,000 | |
HOUSE RENT ALLOWANCE (per month along with stipend) | In Grade 1 cities | 6,500 |
In other cities | 5,500 | |
CONTINGENT GRANT (per annum) | Undergraduate | 5,000 |
Postgraduate (admitted in A.Y 2023-24 & onwards) | 7,000 | |
Ph.D | 12,500 | |
THESIS AND DISSERTATION EXPENSES (Once in entire course duration) | Ph.D Scholar | 10,000 |
For all other courses where project report is required | 7,000 | |
MEDICAL BENEFITS | Minimum insurance sum assured (mandatory) | 50,000 per annum |
Note: Stipend/HRA will be payable to students from the date of joining of the Institution.
প্রয়োজনীয় কাগজপত্রঃ
নিচে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হলো:
- পাসপোর্ট
- সার্টিফিকেট+মার্কশিট (ইংরেজিতে হতে হবে)
- ছবি (অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড)
- ২ টি রেফারেন্স লেটার (পূর্বের ইউনিভার্সিটির যে কোনো দুইজন সার থাকেন)
- আবেদনকারীর একটি ইংরেজি সাইনযুক্ত ছবি
- ৫০০ শব্দের মধ্যে একটি রচনা (পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা কেন হিউম্যানিটি এই সাবজেক্ট নিয়ে পড়তে চান তাই লিখবেন)
- এনআইডি/জন্ম সনদ
- ফিটনেস ফর্ম (পোর্ট ফর্মে লিখে দেয়া আছে সেটি নিয়ে একজন প্রামাণ্য ডাক্তারকের কাছে গিয়ে সিল, সাইন করাতে হবে ফর্ম নিতে এখানে ক্লিক করুন)
- মাইগ্রেশন আবেদন করলে GMAT লাগতে পারে
- কিছু বিশ্ববিদ্যালয়ে IELTS/TOEFL/MOI লাগতে পারে (বিশ্ববিদ্যালয় ভেদে)
কিছু পলিসি আছে এখানে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন।
এখানে আপনার আবেদন থেকে শুরু করে ভারতে গিয়ে সব কার্যক্রম সুন্দর করে লেখে দেয়া আছে। সবকিছু সাজিয়ে দেয়ার চেষ্টা করেছি একটু সময় নিয়ে পড়বেন।
ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (ICCR) বৃত্তিগুলির অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শর্তাবলী/সাধারণ নির্দেশিকা (শিক্ষাবর্ষ ২০২৫-২৬)
১. আবেদন পূরণ করার জন্য করণীয় এবং বর্জনীয়:
(i) সমস্ত আবেদন শুধুমাত্র A2A ICCR বৃত্তি পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। একবার শিক্ষার্থী A2A পোর্টালে ভর্তি হলে এবং মিশন/পোস্ট সেই নির্দিষ্ট শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিলে, তাকে অনন্য আইডি প্রাপ্তি এবং ভিসা প্রাপ্তি ও FRRO-তে নিবন্ধীকরণ সহ পরবর্তী প্রক্রিয়ার জন্য SII পোর্টালে নিবন্ধন করার পরামর্শ দেওয়া যেতে পারে (ভিসা এবং FRRO-তে নিবন্ধন স্টাডি ইন ইন্ডিয়া (SII) পোর্টালে প্রক্রিয়া করতে হবে)।
(ii) ভারতীয় মিশন বিদেশে/ICCR/বিশ্ববিদ্যালয়ে শারীরিকভাবে আবেদন গ্রহণ করা হবে না।
(iii) স্থানীয়ভাবে (ভারতে) আবেদন গ্রহণ করা হবে না।
(iv) A2A পোর্টাল/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যাখ্যান এড়াতে আবেদনগুলি প্রতিটি বিবরণে সম্পূর্ণ হওয়া উচিত।
(v) স্থানীয় ভাষায় উপলব্ধ নথিগুলির ক্ষেত্রে, আবেদনকারীদের এই নথিগুলির ইংরেজি অনুবাদের প্রত্যয়িত অনুলিপি আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইংরেজি প্রতিলিপি অনুপলব্ধতার ক্ষেত্রে, আবেদন প্রত্যাখ্যান করা হবে। (সহজ ভাষায় ইংরেজি ভাষায় সব থাকতে হবে অন্য ভাষায় কিছু থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে নিতে হবে)
(vi) ডক্টরাল কোর্সের জন্য আবেদনকারী আবেদনপত্রের সাথে একটি সারসংক্ষেপ জমা দিতে হবে।
(vii) যে আবেদনকারীরা পারফর্মিং আর্টস কোর্স করতে ইচ্ছুক তাদের তাদের পারফরম্যান্সের সর্বশেষ ভিডিও/অডিও/ইউটিউব লিঙ্ক আপলোড করতে হবে।
(viii) যে শিক্ষার্থীরা ইতিমধ্যেই ভারতে আন্ডার গ্র্যাজুয়েট (UG) এবং পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্স করছে এবং আরও পড়াশোনা করতে ইচ্ছুক তাদের আবেদন প্রক্রিয়া করার জন্য A2A পোর্টালের মাধ্যমে নতুন করে আবেদন করতে হবে, কারণ আবেদনগুলি শারীরিকভাবে গ্রহণ এবং প্রক্রিয়া করা হবে না।
(ix) ICCR বৃত্তি শুধুমাত্র ভারতীয় রাজ্য/কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট বা অনুমোদিত এবং ভারতীয় রাজ্য ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত কলেজগুলিতে ভর্তির জন্য। ICCR-এর সাথে তালিকাভুক্ত এই ধরনের বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটের তালিকা পোর্টালে পাওয়া যাচ্ছে। তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
(x) ICCR প্রাইভেট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য বৃত্তি প্রদান করে না।
(xi) শিক্ষার্থীর A2A বৃত্তি পোর্টালের মাধ্যমে পছন্দের ক্রমানুসারে তার পছন্দের ৫টি বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে আবেদন করার বিকল্প রয়েছে। (সর্বোচ্চ ৫ টি দেয়া যাবে সাবজেক্ট চয়েজ)
(xii) ইঞ্জিনিয়ারিং/বিজ্ঞানে পড়াশোনা করার জন্য, শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন অধ্যয়ন করা উচিত।
(xiii) জীববিজ্ঞান-ভিত্তিক বিজ্ঞান বিষয়ে, শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান, পদার্থবিদ্যা এবং রসায়ন অধ্যয়ন করা উচিত।
(xiv) বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে প্রত্যাখ্যান এড়াতে, আবেদনকারীদের উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করা বিষয়গুলির উপর ভিত্তি করে তাদের বিষয় পছন্দগুলি সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
(xv) আন্ডারগ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য, 10+2 অর্থাৎ (12 বছর) স্কুলিং থাকা বাধ্যতামূলক। অতএব, আন্ডারগ্রাজুয়েট কোর্সের জন্য আবেদনকারী শিক্ষার্থীর 12 বছরের স্কুলিং সম্পন্ন করা প্রয়োজন।
(xvi) অফার করা কোর্স এবং এই বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ভর্তির জন্য মানদণ্ড/পূর্বশর্তগুলির তালিকা আবেদনকারী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করতে পারেন। এটি আবেদন প্রক্রিয়াকরণে সময় বিলম্ব এড়ানোর জন্য। A2A পোর্টালে প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং তাদের দেওয়া কোর্সের ওয়েব লিঙ্ক রয়েছে।
(xvii) আবেদনকারীদের অনলাইন আবেদন পূরণের জন্য অনলাইন পোর্টালে সমস্ত নির্দেশাবলী পড়ার এবং কোনও ক্ষেত্র খালি না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। (যেহেতু আমরা গাইডেন্স এখানে দিয়ে দিয়েছি আপনার আর খুজতে হবেনা। )
(xviii) ICCR বৃত্তি প্রদানের পরে বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট বা কোর্সের পরবর্তী পরিবর্তন গ্রহণ করা হবে না।
(xix) শিক্ষার্থীদের তাদের পড়াশোনার সাথে কোনও খণ্ডকালীন/পূর্ণকালীন কাজ করার অনুমতি দেওয়া বা অনুমান করা উচিত নয়।
(xx) বিভিন্ন কোর্সের অধীনে শিক্ষার্থীদের জন্য বৃত্তি ন্যূনতম/সর্বোচ্চ বয়সসীমা গ্রহণের বয়সসীমা নিম্নরূপ:-
পিএইচডি – সর্বোচ্চ ৫০ বছর আন্ডারগ্রাজুয়েট/পোস্টগ্রাজুয়েট – ১৮-৪০ বছর (01.07.2025 তারিখে ১৮ বছর)
হিন্দি/সংস্কৃত/ভারতীয় পারফর্মিং আর্ট যেমন কত্থক, ভরতনাট্যম ইত্যাদির কোর্সের জন্য কোনও ঊর্ধ্ব বয়স সীমা নেই।
২. বিষয়, কোর্স এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন
i. বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য, একজন আবেদনকারীর যোগ্য হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন অধ্যয়ন করা উচিত।
ii. আবেদনকারীদের পছন্দ উল্লেখ করার সময় তারা যে কোর্সে ভর্তি হতে চাইছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
iii. বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প বেছে নেওয়ার জন্য, আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা যোগ্য বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
iv. যেহেতু IITগুলি একটি পৃথক পদ্ধতির মাধ্যমে B.Tech কোর্সে ভর্তি প্রদান করে, তাই ICCR বৃত্তিগুলি এর জন্য অফার করা হয় না।
v. MBA-এর জন্য, GMAT স্কোর বাধ্যতামূলক।
vi. ICCR ক্যাজুয়াল রিসার্চের জন্য আবেদন গ্রহণ করে না।
vii. মেডিকেল/প্যারামেডিক্যাল (নার্সিং/ফিজিওথেরাপি/অ্যানেস্থেশিয়া ইত্যাদি)/ফ্যাশন/আইন কোর্স/সমন্বিত কোর্স যেমন B.A.L.L.B (5 বছর)/B.Sc & M.Sc (5 বছর) ইত্যাদিতে ভর্তি গ্রহণযোগ্য নয়।
viii. Ph.D. কোর্সের আবেদনকারীদের গবেষণা কাজের সারসংক্ষেপ (প্রস্তাব) আপলোড করতে হবে।
অবশ্যই, আমি এই অংশটি বাংলায় অনুবাদ করতে পারি:
৩. শিক্ষার মাধ্যম এবং ইংরেজি দক্ষতা
i. ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম ইংরেজি। আবেদনকারীদের অবশ্যই এতটুকু ইংরেজি জ্ঞান থাকতে হবে যাতে তারা কোনো অসুবিধা ছাড়াই সাবলীলভাবে কথা বলতে এবং ইংরেজি ভাষায় পাঠ বুঝতে পারে।
ii. আবেদনপত্র পূরণ করার সময়, আবেদনকারীকে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে যেকোনো একটির উপর ৫০০ শব্দের একটি ইংরেজি প্রবন্ধ লিখতে হবে।
iii. TOEFL/IELTS ইত্যাদির মতো ইংরেজি দক্ষতা পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রদানের একটি ঐচ্ছিক বিধান রয়েছে। এই ধরনের পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলোই কেবল পূরণ করতে হবে।
৪. একজন প্রার্থীর একাধিক আবেদন জমা দিলে প্রার্থীর আবেদন বাতিল হয়ে যাবে।
৫. বিদেশী শিক্ষার্থীদের ভারতের বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের জন্য পাসপোর্ট থাকা ভারতীয় বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানগুলোর একটি বাধ্যতামূলক প্রয়োজনীয়তা, যার মধ্যে ভারতে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না এমন দেশগুলোর আবেদনকারীরাও অন্তর্ভুক্ত।
৬. সাদা ব্যাকগ্রাউন্ড উভয় কান দৃশ্যমান এমন আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
৭.ছাত্র কর্তৃক একবার আবেদন জমা দেওয়া হলে, তা সরাসরি A2A পোর্টালের মাধ্যমে নির্বাচিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানগুলোতে চলে যাবে।
৮.আবেদনকারীর যোগ্যতা প্রযোজ্য কোর্স এবং স্ট্রীমের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানগুলো দ্বারা যাচাই করা হবে।
9. ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীর দায়িত্ব
- বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীন: ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত এবং তাদের নিজস্ব যোগ্যতা মানদণ্ড রয়েছে।
- শিক্ষার্থীর দায়িত্ব: শিক্ষার্থীদের অবশ্যই তাদের নির্বাচিত কোর্স এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিজেদেরকে সন্তুষ্ট করতে হবে। ভর্তির সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের এবং এই সম্পর্কিত প্রশ্নগুলো আইসিসিআর-এ পাঠানো উচিত নয়। ভর্তি অস্থায়ী যতক্ষণ না বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের প্রয়োজনীয় নথিপত্রের সত্যতা যাচাই করে সন্তুষ্ট হয়।
- নথিপত্রের অসঙ্গতি হলে পরিণতি: যদি আগমনের পরে দেখা যায় যে শিক্ষার্থীর কাছে সেই মূল নথিগুলো নেই যার ভিত্তিতে ভর্তি চূড়ান্ত করা হয়েছে, তবে শিক্ষার্থীরা নিজেরাই পরিণতিগুলোর জন্য দায়ী থাকবে, যার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি বাতিল হওয়াও অন্তর্ভুক্ত এবং শিক্ষার্থীকে নিজের খরচে তার দেশে ফিরে যেতে হবে। আইসিসিআর এই ধরনের শিক্ষার্থীর ফেরত বিমান ভাড়ার খরচ বহন করবে না।
-
ভারতে আসার সময় শিক্ষার্থীদের অবশ্যই নিম্নলিখিত নথিগুলো আনতে হবে:
- (i) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান কর্তৃক যাচাইয়ের জন্য তাদের যোগ্যতার সাথে সম্পর্কিত মূল নথি।
- (ii) মূল নথিগুলোর ইংরেজি অনুবাদ।
- (iii) শেষ যোগ্যতামূলক পরীক্ষার সিলেবাসের সার্টিফাইড কপি।
- (iv) উপযুক্ত ভিসা সহ বৈধ পাসপোর্ট। স্নাতক/স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ছাত্র ভিসা এবং পিএইচডি অধ্যয়নের জন্য গবেষণা ভিসা।
- (v) সংশ্লিষ্ট ভারতীয় মিশন/পোস্ট বিদেশ কর্তৃক ইস্যু করা বৃত্তি পুরস্কার পত্র।
- (vi) শিক্ষার্থীর কাছ থেকে এই মর্মে অঙ্গীকার যে কোর্স এবং বিশ্ববিদ্যালয় যেমন জানানো হয়েছে তা গ্রহণযোগ্য এবং তিনি ভর্তির সময় পরিবর্তনের অনুরোধ করবেন না।
- (vii) শিক্ষার্থীর কাছ থেকে এই মর্মে অঙ্গীকার যে তারা আইসিসিআর বৃত্তি শর্তাবলী/নির্দেশিকাগুলো পড়েছে যা স্কলারশিপ ম্যানুয়াল ২০২৫-২৬-এ নির্দিষ্ট করা হয়েছে [এককালীন অঙ্গীকার প্রযোজ্য হবে এমনকি যখন স্কলারশিপ ম্যানুয়াল আপডেট করা হয় (অনুচ্ছেদ ৩৬ এর মতো বিধান অনুযায়ী)], আইসিসিআর ওয়েবসাইটে উপলব্ধ।
10. বৃত্তি পুরস্কার
- ভর্তি বৃত্তি নিশ্চিত করে না: এক বা একাধিক ভারতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তি আইসিসিআর স্পনসরকৃত বৃত্তি পুরস্কার নিশ্চিত করে না। সংশ্লিষ্ট দেশের ভারতীয় মিশন/পোস্ট আবেদনকারীকে বৃত্তি পুরস্কার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং বৃত্তি পুরস্কারের চিঠি ইস্যু করবে। বৃত্তি পুরস্কারের জন্য, সংশ্লিষ্ট ভারতীয় মিশন/পোস্টের সিদ্ধান্ত চূড়ান্ত এবং এই সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য তাদের সাথে যোগাযোগ করা উচিত।
11. যাচাইকরণ এবং গ্রহণ
- অস্থায়ী অবস্থা: বিশ্ববিদ্যালয়গুলো মূল নথিগুলোর সত্যতা যাচাই না করা পর্যন্ত ভর্তি অস্থায়ী থাকে।
- ভর্তি বাতিল: যদি মূল নথিগুলো সঠিক না পাওয়া যায় যার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক অস্থায়ী ভর্তি মঞ্জুর করা হয়েছে, তবে ভর্তির প্রস্তাব বাতিল করা হবে এবং (শিক্ষার্থীদের) নিজেদের খরচে তাদের দেশে ফিরে যেতে হবে। যদি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস (এআইইউ) সমতুল্যতা প্রশংসাপত্রের প্রয়োজন হয়, তবে এআইইউ সমতুল্যতা প্রশংসাপত্রপাওয়ার পরই বৃত্তি বরাদ্দের জন্য প্রস্তাব পত্র প্রক্রিয়া করা উচিত। এই ধরনের খরচের জন্য শিক্ষার্থী নিজেই বহন করবে (ফেরতযোগ্য নয়)। একবার বৃত্তি বিবেচনা করা হলে, ভারতীয় মিশন/পোস্ট আবেদনকারীর গ্রহণের জন্য বৃত্তি পুরস্কার সহ ভর্তির প্রস্তাব ইস্যু করবে। আবেদনকারীর প্রস্তাব গ্রহণ/প্রত্যাখ্যান করার জন্য ৭ দিন সময় থাকবে। যদি আবেদনকারী প্রস্তাব গ্রহণ করতে চায়, তবে আবেদনকারী কর্তৃক ডিজিটালভাবে স্বাক্ষরিত একটি স্বয়ংক্রিয় গ্রহণযোগ্যতা পত্র আরও প্রক্রিয়াকরণের জন্য পোর্টালে জমা দিতে হবে।
12. ভিসার জন্য আবেদন
- গ্রহণযোগ্যতা জমা দেওয়ার পরে, আবেদনকারীকে প্রয়োজনীয় নথি এবং আইসিসিআর বৃত্তি পুরস্কার পত্র সহ উপযুক্ত ছাত্র/গবেষণা ভিসা ইস্যু করার জন্য সংশ্লিষ্ট ভারতীয় মিশন/পোস্টের সাথে যোগাযোগ করতে হবে।
13. ভিসা আপলোড
- ভারতীয় ভিসা হওয়ার পরে, মিশনের মাধ্যমে A2A পোর্টালে ভিসার একটি কপি আপলোড করতে হবে।
১৪. প্রি-ডিপার্চার ফর্মালিটিস
(i) টিকিট বুকিং:
- যদি বৃত্তিতে অন্তর্ভুক্ত থাকে, তবে শিক্ষার্থীদের তাদের ভর্তি নিশ্চিত হওয়া বিশ্ববিদ্যালয়/কলেজের নিকটতম বিমানবন্দরে টিকিট বুক করার জন্য ভারতীয় মিশন/পোস্টকে অনুরোধ করা উচিত। টিকিট বুক করার সময়, শিক্ষার্থীদের নিশ্চিত করতে হবে যে সংযুক্ত ফ্লাইটগুলির সময়গুলির মধ্যে পর্যাপ্ত ব্যবধান রয়েছে, যাতে ট্রানজিট আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় থাকে, বিশেষ করে কোভিড-১৯-এর কারণে আরোপিত বিধিনিষেধ বা নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে। অপর্যাপ্ত বিরতির কারণে শিক্ষার্থীদের সংযুক্ত ফ্লাইট মিস করার ঘটনা ঘটেছে।
(ii) লাগেজ:
- শিক্ষার্থীদের অনুমোদিত লাগেজের নিয়মাবলীও পরীক্ষা করা উচিত। দেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে লাগেজের ভাতা ভিন্ন হতে পারে। শিক্ষার্থীদের অবশ্যই সর্বনিম্ন শ্রেণীর (দেশীয়/আন্তর্জাতিক) সীমার সমতুল্য লাগেজ বহন করতে হবে। যেকোনো ক্ষেত্রে, অতিরিক্ত লাগেজের জন্য আইসিসিআর কোনো অতিরিক্ত পরিমাণ পরিশোধ করবে না।
(iii) ভ্রমণের বিবরণ আপলোড:
- টিকিট কেনার সাথে সাথেই, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/আইসিসিআর জোনাল এবং সাব জোনাল অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সক্ষম করতে মিশনকে অবশ্যই তাদের ভ্রমণের বিবরণ A2A পোর্টালে আপলোড করতে হবে। ফ্লাইটের বিবরণ আদর্শভাবে যাত্রার কমপক্ষে ১৫ দিন আগে জানানো উচিত। যদি বিমানবন্দর অভ্যর্থনা সুবিধার প্রয়োজন না হয়, তবে শিক্ষার্থীদের স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে বিমানবন্দরে তাদের কোনো সহায়তার প্রয়োজন নেই।
(iv) কোভিড-১৯ প্রোটোকল:
- শিক্ষার্থীদের তাদের রুটের সমস্ত প্রাসঙ্গিক পয়েন্টে কোভিড প্রোটোকল/প্রয়োজনীয়তা যেমন আরটি-পিসিআর পরীক্ষা/কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করা উচিত এবং কোনো জটিলতা এড়াতে একই অনুসরণ করা উচিত। শিক্ষার্থীরা তাদের ভ্রমণের সময় তাদের জন্য প্রযোজ্য ভারতে সর্বশেষ কোভিড-১৯ প্রবিধানগুলি সংশ্লিষ্ট ভারতীয় মিশন/পোস্টের সাথে পরীক্ষা করতে পারে। কোভিড-১৯-এর উপর এই ধরনের সমস্ত খরচ সম্পর্কিত পরীক্ষা সহ আইসিসিআর বহন করবে না।
(v) টিকা শংসাপত্র:
- শিক্ষার্থীদের যেখানে প্রয়োজন সেখানে হলুদ জ্বর/অন্যান্য টিকা প্রশংসাপত্র বহন করা উচিত।
(vi) প্রাথমিক খরচ:
-
শিক্ষার্থীদের অবিলম্বে খরচ মেটানোর জন্য কমপক্ষে ৭০০ মার্কিন ডলার বা সমতুল্য ৫০,০০০/- ভারতীয় রুপি (আমরা বাংলাদেশি টাকায় হিসেব করে ভারতীয় রুপি নিয়ে নিব) নিজেদের সাথে বহন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি প্রস্তাবিত কারণ প্রথম আগমন এবং প্রথম বৃত্তি প্রাপ্তির মধ্যে সময়ের ব্যবধান থাকতে পারে। বৃত্তি খরচ দুটি অংশে পরিচালিত হবে, যা নিম্নরূপ:-
-
(A) হোস্টেল সমস্যা:- আগমনের পরে, এই সমস্ত খরচ স্কলার দ্বারা পরিচালিত হবে।
- হোস্টেল ফি, মেস ফি, বিদ্যুতের চার্জ, সতর্কতা অর্থ এবং আবেদন ফি।
- স্বাস্থ্য বীমা।
- এফআরআরও নিবন্ধন বিলম্ব ফি।
-
(B) বৃত্তি/ওসিএফ/অন্যান্য বকেয়া- পদ্ধতিগত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে, আইসিসিআর দ্বারা বকেয়া প্রকাশ করা যেতে পারে তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কমপক্ষে দুই মাস সময় লাগে।
- বৃত্তি, এইচআরএ, এসিএ এবং থিসিস চার্জ (সরাসরি পণ্ডিতকে প্রদান করা হবে)।
- টিউশন ফি/ওসিএফ (চাহিদা প্রাপ্তির পরে বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানকে প্রদান করা হবে)।
- বিমান টিকিট (অনুমোদন অনুযায়ী)।
-
(vii) আগমন নিবন্ধন
- আগমনের পরে, শিক্ষার্থীদের অবশ্যই আইসিসিআর-এর নিজ নিজ জোনাল/সাব জোনাল অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের নিজেদের নিবন্ধন করতে হবে। শিক্ষার্থীদের ভারতে আগমনের ১৪ দিনের মধ্যে বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিসে (FRRO) নিজেদের নিবন্ধন করতে হবে।
- এটি যোগদান করা বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের অতিরিক্ত। একটি ভালো অভ্যাস হিসাবে, শিক্ষার্থীদের আগমনের পরে ভারতে তাদের অবস্থান সম্পর্কে ভারতে তাদের নিজ নিজ দূতাবাস/কূটনৈতিক প্রতিনিধিকেও জানানো উচিত।
(viii) চিকিৎসা বীমা
- প্রতিটি শিক্ষার্থীকে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা বা সমতুল্য মূল্যের একটি চিকিৎসা বীমা পলিসি সংগ্রহ করতে হবে। সর্বশেষ আইসিসিআর নির্দেশিকা অনুসারে, শিক্ষার্থীদের জন্য চিকিৎসা বীমা বাধ্যতামূলক (তাদের খরচে)। শিক্ষার্থীরা প্রস্থানের আগে তাদের দেশে চিকিৎসা বীমা কিনতে পারে। বীমা প্যাকেজ নির্বাচন করা শিক্ষার্থীদের উপর নির্ভর করে। ভারতে আইসিসিআর বৃত্তির সময়, কোনো চিকিৎসা বীমা না থাকলে, আইসিসিআর পণ্ডিতের চিকিৎসা খরচ বহন করতে বাধ্য নয়। জরুরী পরিস্থিতিতে, শিক্ষার্থীর ভারতে তার নিজ নিজ দূতাবাস/কূটনৈতিক প্রতিনিধির সাথে যোগাযোগ করা উচিত।
১৫. ভ্রমণের ব্যবস্থা এবং তথ্য প্রেরণ
- একবার ভ্রমণের ব্যবস্থা সম্পন্ন হলে, মিশনের মাধ্যমে A2A পোর্টালে ‘ভ্রমণের বিবরণ’ পূরণ করা উচিত। ভারতে আগমনের পরে অভ্যর্থনার ব্যবস্থা করার জন্য আইসিসিআর জোনাল/সাব জোনাল অফিসে অনুলিপি অনুমোদন করে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র উপদেষ্টাকে (ISA) একটি ইমেলও পাঠানো উচিত। ভারতে প্রস্থানের কমপক্ষে ১৫ দিন আগে এটি করা উচিত, যাতে ট্রানজিট আবাসন বিবরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তির স্থানাঙ্ক যারা তাদের গ্রহণ করবে তাদের জানানো হয়।
১৬. স্থানীয় সিম কার্ড
- আগমনের পরে, শিক্ষার্থীদের একটি স্থানীয় মোবাইল সিম কার্ড কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।
১৭. স্বাগতম কিট
- আগমনের পরে শিক্ষার্থীদের একটি স্বাগত কিট হস্তান্তর করা হবে। কিটে জোনাল/সাব জোনাল অফিসের ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর, আন্তর্জাতিক ছাত্র উপদেষ্টা (ISA), FRRO, সিটি গাইড বুকলেট, শিক্ষার্থীর যে বৃত্তি প্রকল্পে তালিকাভুক্ত তার আর্থিক নিয়ম, ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া এবং জোনাল/সাব জোনাল অফিস উপযুক্ত মনে করে এমন অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য থাকবে।
১৮. ব্যাংক অ্যাকাউন্ট খোলা
- তাদের আগমনের সাথে সাথেই, শিক্ষার্থীদের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, যার জন্য ব্যাংক খোলার ফর্ম এবং আইসিসিআর-এর জোনাল/সাব জোনাল অফিস/সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি প্রয়োজন হবে, যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিকটতম শাখায় অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুপারিশ করবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য শিক্ষার্থীদের সাথে পাসপোর্ট আকারের ছবি বহন করা উচিত। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীকে নগদ বা অন্য কোনোভাবে কোনো টাকা পরিশোধ করা হবে না। অতএব, শিক্ষার্থীকে প্রাথমিক খরচ মেটানোর জন্য উপরে উল্লিখিত ন্যূনতম অর্থ বহন করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং আইসিসিআর-এর সাথে নিবন্ধিত হওয়ার পরে সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে তিন মাসের অগ্রিম বৃত্তি/স্কলারশিপ প্রকাশ করা হবে।
19. যোগদান প্রতিবেদন (Joining Report)
- প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে, শিক্ষার্থীকে নির্ধারিত পারফর্মাতে যোগদান প্রতিবেদন (জেআর) পূরণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র উপদেষ্টা/বিভাগীয় প্রধান কর্তৃক যথাযথভাবে প্রতিস্বাক্ষর করাতে হবে। যোগদান প্রতিবেদনে কোর্সের পুরো মেয়াদের জন্য টিউশন ফি/অন্যান্য বাধ্যতামূলক ফি কাঠামোর সাথে সম্পর্কিত কলামগুলি পূরণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের আইএসএ/এইচওডি দ্বারা প্রত্যয়িত করতে হবে। জেআর পূরণ করার সময়, জন্ম তারিখ, জাতীয়তা, কোর্স, কলেজের বিবরণ, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি সম্পর্কিত বিবরণ অত্যন্ত যত্ন সহকারে পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
20. যোগদান প্রতিবেদন জমা দেওয়া
- সমস্ত দিক থেকে সম্পূর্ণ যোগদান প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে যোগদানের এক মাসের মধ্যে জ্ঞান সেতু অ্যাপে আপলোড করতে হবে বা সংশ্লিষ্ট জোনাল/সাব জোনাল অফিসে জমা দিতে হবে। উল্লেখ্য, জোনাল/সাব-জোনাল অফিস কর্তৃক জেআর প্রাপ্ত না হওয়া পর্যন্ত, অগ্রিম বৃত্তি ব্যতীত অন্য কোনো অর্থ প্রকাশ করা হবে না।
21. ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আইসিসিআর তাদের আগমনের প্রথম কয়েক সপ্তাহের মধ্যে নতুন আগত শিক্ষার্থীদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের লক্ষ্য রাখবে। জোনাল/সাব জোনাল অফিস যথাসময়ে সাংস্কৃতিক নিমজ্জন কর্মসূচি আয়োজন করবে।
22. হোয়াটসঅ্যাপ গ্রুপ
- আইসিসিআর জোনাল/সাব জোনাল অফিসগুলির বিদেশী শিক্ষার্থীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং নিয়মিতভাবে এটির মাধ্যমে বা অন্যান্য উপায়ে তাদের সাথে যোগাযোগ রাখবে।
23. অগ্রগতি প্রতিবেদন ও বীমা জমা দেওয়া
- শিক্ষার্থীর নিশ্চিত করা উচিত যে নিয়মিত অর্ধ-বার্ষিক অগ্রগতি প্রতিবেদন/সেমিস্টার পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের/প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান/আইএসএ কর্তৃক জারি করা উপস্থিতির শংসাপত্র এবং বৈধ চিকিৎসা বীমা পলিসি বৃত্তির সুষ্ঠু প্রকাশের জন্য আইসিসিআর জোনাল/সাব জোনাল অফিসে জমা দেওয়া হয়েছে।
24. আবাসন ও হোস্টেল নীতি
- ভর্তির পরে, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়/কলেজ হোস্টেলে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যাইহোক, যদি তারা ব্যক্তিগত আবাসে থাকার সিদ্ধান্ত নেয়, তবে তাদের একটি অঙ্গীকার দিতে হবে যে তারা তাদের নিরাপত্তার জন্য নিজেরাই দায়ী। যদি তারা বিশ্ববিদ্যালয়/কলেজ হোস্টেলে থাকে, তবে তাদের হোস্টেল নীতিগুলি মেনে চলতে হবে। হোস্টেল নিয়ম পালন করতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়/কলেজ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের তাদের প্রস্থান বা বৃত্তি বন্ধ করার আগে হোস্টেলের বকেয়া পরিশোধ করা উচিত।
২৫. আবাসিক ঠিকানা জানানো
- নথিভুক্ত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের বাইরের আবাসিক ঠিকানা বাধ্যতামূলকভাবে আইসিসিআর জোনাল/সাব জোনাল অফিস এবং এফআরআরওকে জানাতে হবে। আবাসনের পরিবর্তন হলে, নতুন ঠিকানাও অবিলম্বে আইসিসিআর জোনাল/সাব জোনাল অফিস এবং এফআরআরওকে জানাতে হবে।
২৬. বৃত্তি নীতি পরিবর্তন করার অধিকার
- আইসিসিআর-এর বৃত্তি নীতির পাশাপাশি বৃত্তির আর্থিক শর্তাবলীতে পরিবর্তন আনার এবং জোনাল/সাব জোনাল অফিসের মাধ্যমে সিদ্ধান্ত জানানোর/প্রচার করার মাধ্যমে আইসিসিআর যখন সিদ্ধান্ত নেবে তখন তা প্রয়োগ করার অধিকার রয়েছে, যা প্রতিটি বর্তমান আইসিসিআর পণ্ডিতকে মেনে চলতে হবে।
২৭. ভারত-বহির্ভূত সময়ের জন্য আইসিসিআর স্পনসরকৃত আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তির কর্তনের বিষয়ে নির্দেশিকা
-
আইসিসিআর স্পনসরকৃত আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের নির্দেশিকা নির্ধারণ করে যে একাডেমিক বছরে বিদেশে ভ্রমণকারী শিক্ষার্থীরা যতদিন ভারতের বাইরে থাকে ততদিন বৃত্তির অধিকারী নয়। নির্দেশিকাগুলি পর্যালোচনা করা হয়েছে এবং এখন নীচে নির্দেশিত পরিমাণে সংশোধন করা হয়েছে:-
-
(i) ভারত-বহির্ভূত সময় বর্তমান অনুশীলন অনুসারে শিক্ষার্থীদের বৃত্তি থেকে কাটা হতে থাকবে, অর্থাৎ, “যদি কোনও শিক্ষার্থী এক মাসের বেশি সময় ধরে তার দেশে থাকে, তবে ভারত-বহির্ভূত পুরো সময়ের জন্য বৃত্তি কাটা হবে”। যাইহোক, ভারত-বহির্ভূত সময়ের মধ্যে শুধুমাত্র দুই মাসের জন্য এইচআরএ প্রদান করা হবে।
-
(ii) শিক্ষার্থীদের বৈধ তালিকাভুক্তি নিশ্চিত করার জন্য, একাডেমিক বছরের শুরুতে যোগদান প্রতিবেদন (জেআর) জমা দেওয়ার পাশাপাশি, শিক্ষার্থীদের দ্বারা অধ্যয়ন অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা অর্ধ-বার্ষিক প্রশংসাপত্র জেডও/এসজেডও/আরপিও দ্বারা সংগ্রহ করা যেতে পারে।
-
(iii) উপরের সাথে অসামঞ্জস্যপূর্ণ যেকোনো নিয়ম সেই পরিমাণে সংশোধন করা হয়েছে।
-
২৮. নিষিদ্ধ কার্যকলাপ
- কোনো শিক্ষার্থী অপরাধমূলক/সমাজবিরোধী কার্যকলাপ বা রাজনৈতিক কার্যকলাপ বা ভারত-বিরোধী কার্যকলাপ বা ভারত/সংশ্লিষ্ট ভারতীয় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের আইন লঙ্ঘন করে এমন কোনো কার্যকলাপে লিপ্ত হবে না। যদি এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে দেখা যায় এবং এইভাবে বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান কর্তৃক বহিষ্কৃত হয়, তবে আইসিসিআর বৃত্তি অবিলম্বে বাতিল করা হবে।
২৯. অপ্রত্যাশিত ঘটনা
- কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর বা অন্য কোনো খরচ শিক্ষার্থী বা পরিবারের সদস্য বা ভারতে তাদের দূতাবাস বহন করবে। শিক্ষার্থীকে এই মর্মে একটি অঙ্গীকার দিতে হবে, যা পরিবারের সদস্যদের মধ্যে একজনের দ্বারা যথাযথভাবে প্রতিস্বাক্ষরিত হয়ে ভারতীয় দূতাবাস/কনস্যুলেটে জমা দিতে হবে।
৩০. বৃত্তির মেয়াদ
- সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান কর্তৃক সমস্ত সেমিস্টার/চূড়ান্ত বর্ষের একত্রিত ফলাফল ঘোষণার পরে বৃত্তির মেয়াদ ৩ সপ্তাহের বেশি হতে পারে না। নিয়মিত পিএইচডি শিক্ষার্থীদের জন্য বৃত্তির মেয়াদ ৩ বছর। প্রতিটি গবেষণা শিক্ষার্থীর ৩ বছরের নিয়মিত পিএইচডি অধ্যয়নের মেয়াদের মধ্যে গবেষণামূলক কাজ সম্পন্ন করার চেষ্টা করা উচিত। যেকোনো ক্ষেত্রে, প্রচলিত আইসিসিআর নিয়মাবলী পিএইচডি কোর্সের জন্য বৃত্তির সর্বোচ্চ সময়কাল ৫ বছর পর্যন্ত সীমাবদ্ধ করে। এছাড়াও, আইসিসিআর পিএইচডি শিক্ষার্থীদের জন্য থিসিস রক্ষা/ভাইভা ভোসের জন্য সর্বোচ্চ ৬ মাসের বৃত্তি প্রদান করে।
৩১. তথ্য সংগ্রহের জন্য দেশের বাইরে ভ্রমণ
- ডেটা সংগ্রহের জন্য দেশের বাইরে ভ্রমণকারী পিএইচডি স্কলার যারা তাদের বৃত্তি মেয়াদের মধ্যে শুধুমাত্র একবার ভারত-বহির্ভূত সময়ের জন্য ২ মাসের বৃত্তি এবং এইচআরএ পাওয়ার যোগ্য, তাদের তত্ত্বাবধায়ক এবং হোস্ট সংস্থার আমন্ত্রণ থেকে প্রয়োজনীয় প্রশংসাপত্র এবং সংশ্লিষ্ট জেডও/এসজেডও/আরপিও থেকে অনেক আগে অগ্রিম অনুমোদনের সাপেক্ষে। সমস্ত ভ্রমণের খরচ শিক্ষার্থীদের নিজেদের বহন করতে হবে।
৩২. আইসিসিআর বৃত্তির সীমাবদ্ধতা
- এটি জোর দেওয়া হয়েছে যে আইসিসিআর বৃত্তি শুধুমাত্র সেই স্বতন্ত্র আবেদনকারীর জন্য মঞ্জুর করা হয়েছে, ভারতের নথিভুক্ত কোর্সের সময়কালের জন্য। যেমন, আইসিসিআর আইসিসিআর পণ্ডিতের সাথে সম্পর্কিত অন্যান্য ব্যক্তিদের জন্য আর্থিকভাবে বা অন্য কোনোভাবে দায়বদ্ধ নয়।
৩৩. ভ্রমণ সম্পর্কিত তথ্য প্রদান
- শিক্ষার্থীদের ভারতের মধ্যে তাদের চলাচল সম্পর্কে জোনাল/সাব জোনাল অফিসকে অবহিত করা উচিত। তাদের দেশে/বিদেশে যাওয়ার ক্ষেত্রে জোনাল/সাব জোনাল অফিস থেকে অনুমতি নেওয়া উচিত।
৩৪. বৃত্তির বিতরণ এবং একাডেমিক অগ্রগতি
- শিক্ষার্থীর কোর্সে নিয়মিত অগ্রগতির ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে। যদি শিক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় ব্যর্থ হয় এবং অধ্যয়নের/প্রোগ্রামের পরবর্তী স্তরে উন্নীত না হয়, তবে বৃত্তি বন্ধ করা হবে। ব্যাকলগ পরিষ্কার করার জন্য কোনো বৃত্তি প্রদান করা হবে না (তবে আফগান বৃত্তি প্রকল্পের জন্য একটি বিশেষ বিধান রয়েছে)।
৩৫. প্রথম বর্ষে ব্যর্থতা এবং বৃত্তি স্থগিতকরণ
- যদি একজন নতুন শিক্ষার্থী প্রথম বর্ষে ব্যর্থ হয়, তবে তার বৃত্তি এক বছরের জন্য স্থগিত করা হবে এবং তাকে তার পড়াশোনার জন্য স্ব-অর্থায়ন করতে হবে। যদি শিক্ষার্থী প্রথম বর্ষে উত্তীর্ণ হয় তবে পরের বছর (দ্বিতীয় বছরের শেষে) থেকে বৃত্তি পুনরায় চালু করা যেতে পারে। যদি শিক্ষার্থী দ্বিতীয়বার ব্যর্থ হয়, তবে তার বৃত্তি বাতিল হয়ে যাবে এবং তাকে স্ব-অর্থায়নকারী শিক্ষার্থী হিসাবে তার কোর্স সম্পন্ন করতে হবে বা নিজের খরচে তার দেশে ফিরে যেতে হবে, যদি সে বেছে নেয়। যেকোনো ক্ষেত্রে, নির্ধারিত কোর্সের দৈর্ঘ্যের চেয়ে বেশি সময়ের জন্য বৃত্তি দেওয়া হবে না। অন্য কোনো বছরে ঘটলেও একই নিয়ম প্রযোজ্য।
৩৬. ম্যানুয়াল প্রতিস্থাপন ও পরিপূরক বিধান
- এই ম্যানুয়ালটি পূর্ববর্তী সংস্করণগুলির বিধানগুলিকে প্রতিস্থাপন করে এবং ভারতের সমস্ত বর্তমান আইসিসিআর পণ্ডিতদের জন্য প্রযোজ্য। পরিপূরক নিয়ম/বিধান সময়ে সময়ে আলাদাভাবে জারি/জানানো হতে পারে।
৩৭. শিক্ষার্থীদের কল্যাণ
- আইসিসিআর ভারতে তাদের অবস্থানের সময় আইসিসিআর পণ্ডিতদের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করে। আইসিসিআর এইচকিউ এবং এর জোনাল/সাব জোনাল অফিসগুলি তাদের পণ্ডিতদের কাছ থেকে যেকোনো সময় পরামর্শ/প্রতিক্রিয়াকে স্বাগত জানায়।
ভারতে শিক্ষার্থীদের আগমনের পর /শিক্ষার্থীদের ভূমিকা
(i) আগমন রিপোর্ট করা:
- শিক্ষার্থীদের অবিলম্বে জ্ঞান সেতু ওয়েব অ্যাপ্লিকেশনে তাদের আগমনের রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হচ্ছে, এয়ার টিকিটসহ তাদের ভ্রমণের পরিকল্পনা আপলোড করে।
(ii) নথি জমা ও যাচাইকরণ/ভর্তি নিশ্চিতকরণ:
-
পাসপোর্ট, পূর্ববর্তী ডিগ্রির শংসাপত্র, দেশের অনন্য শনাক্তকরণ নম্বর সহ মূল নথিগুলি জমা দিতে হবে যাতে ভর্তি নিশ্চিত করা যায়।
-
দয়া করে মনে রাখবেন: পোর্টালে প্রবেশ করা বিবরণ, যদি মূল নথির সাথে না মেলে, তবে উক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে যাবে।
(iii) বিশদ বিবরণ আপডেট করা:
- আগমনের পরে শিক্ষার্থীদের তাদের বিশদ বিবরণ যেমন অ্যাপে যোগদান প্রতিবেদন আপডেট করার জন্য তাদের বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/আইসিসিআর/জেডও/এস-জেডও/আরপিও-এর সাথে সমন্বয় করতে হবে।
দেশে ফেরার যাত্রার নির্দেশিকা
(i) অধ্যয়নের সমাপ্তির পর প্রস্থান:
- শিক্ষার্থীদের তাদের পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে দেশ ত্যাগ করা উচিত। স্বাভাবিক পরিস্থিতিতে, পড়াশোনা শেষ হওয়া এবং চূড়ান্ত প্রস্থানের মধ্যে সময়ের ব্যবধান এক মাসের বেশি হওয়া উচিত নয়।
(ii) রিটার্ন টিকিটের অনুরোধ:
- শিক্ষার্থীদের তাদের কোর্স সফলভাবে শেষ হওয়ার পরে যাত্রার কমপক্ষে ১৫ দিন আগে রিটার্ন লেগ এয়ার টিকিটের জন্য তাদের অনুরোধ জমা দিতে হবে।
(iii) কোর্স শেষ হওয়ার আগে ফিরে আসা:
- যদি কোনও শিক্ষার্থী কোর্স শেষ হওয়ার আগে তার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সে রিটার্ন যাত্রার অধিকারী হবে না। এই খরচ শিক্ষার্থীকে নিজেই বহন করতে হবে।
(iv) অবকাশে বা কোর্সের সময় ভারতের বাইরে ভ্রমণ:
- আইসিসিআর অবকাশের সময় বা কোর্সের সময় ভারতের বাইরে ভ্রমণকারী শিক্ষার্থীদের বিমান ভাড়া বা অন্য কোনও খরচ প্রদান করবে না।
(v) প্রাক্তন শিক্ষার্থীদের বিবরণ আপলোড করা:
- শিক্ষার্থীদের ভারত ত্যাগ করার আগে ইন্ডিয়া অ্যালুমনি পোর্টালে (https://indiaalumni.almaconnect.com) প্রাক্তন শিক্ষার্থীদের বিবরণ আপলোড করা উচিত। এটি আইসিসিআর-এর প্রাক্তন শিক্ষার্থীদের ভবিষ্যতের আইসিসিআর কার্যক্রমের জন্য যোগাযোগ রাখতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ভারতীয় মিশন/পোস্টগুলির জন্য প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যুক্ত থাকতে সহায়ক হবে।
(vi) স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা:
- ভারত ত্যাগ করার আগে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা নিশ্চিত করা উচিত। এটি নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের অপব্যবহার থেকে নিরাপত্তা নিশ্চিত করবে।
সবকিছু মিলিয়ে আমরা বুঝি সবকিছু আপনাদের বোধগম্য হবেনা সেজন্যই আমরা আপনাদের সাথে আছি। নিজে নিজে কিছু করতে গিয়ে বিড়ম্বনায় না পড়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবকিছু বুঝিয়ে আপনার মতো করে আপনার আবেদন করে দিতে বদ্ধপরিকর। ইনশাল্লাহ আপনার আবেদন সময় শ্রম কোনোকিছুই বৃথা যাবেনা। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করতে ওয়াদাবদ্ধ।
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com
📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Group: https://chat.whatsapp.com/Cxi4R8KwGIAB28I2jhUW0h
WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaIMkD7002T5cpucRA17