আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,
শুরু হয়েছে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় এ অনলাইনে শুধুমাত্র শরিয়াহ ও অর্থনীতি বিভাগে অনার্স করার সুযোগ। তাই নিচে এর সুযোগ সুবিধা ও শর্তাবলি সম্পর্কে বিস্তারিত দেয়া হল।
শর্তসমূহঃ
- এইচএসসি বা আলিম সমমান যোগ্যতা থাকতে হবে। (কওমী মুয়াদালা মাদ্রাসা ছাড়া গ্রহনযোগ্য নয়)
- আবেদনকারী সৌদি নাগরিক হতে পারবেনা।
- আরবি ভাষায় ভাল দক্ষতা থাকতে হবে।
- আরবি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- প্রতি সেমিস্টারে ৭৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
- ১০০ জনকে স্কলারশিপ দেয়া হবে। আর স্কলারশিপ না পেলে পেমেন্ট করতে হবে যা নিচে টেবিল আকারে সাজিয়ে দেয় হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- ছবি।
- আলিম/এইচএসসি এর সার্টিফিকেট ও তার আরবি অনুবাদ।
- আলিম/এইচএসসি এর মার্কশীট।
- পাসপোর্ট।
- পুলিশ ক্লিয়ারেন্স।
- তাজকিয়া (একটি বা দুটি)
কোর্স ফি চার্টঃ
ফি বাবদ (حول الرسوم) | ফির পরিমাণ ( সৌদি রিয়াল) مبلغ الرسوم (بالريال السعودي) |
---|---|
আবেদন ফি এবং ইলেক্ট্রনিক ফাইল অ্যাক্টিভেশন ফি (আবেদনের সময় পরিশোধ করতে হবে নয়ত আবেদন সম্পন্ন হবেনা) | 230 SAR. |
আরবি ভাষা স্তর যাচাই পরীক্ষা (অনারবিদের জন্য) | 230 SAR. |
প্রথম সেমিস্টারের পর প্রতি সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন ফি | 115 SAR. |
স্বীকৃত অধ্যয়ন ইউনিট প্রতি রিয়াল (প্রোগ্রামটিতে 166টি অধ্যয়ন ইউনিট রয়েছে) | 230 SAR. |
চূড়ান্ত পরীক্ষার পরে পরিচালিত প্রতিটি পরীক্ষার জন্য ফি | 115 SAR. |
বিশ্ববিদ্যালয়ের কার্ড ইস্যু ফি | 115 SAR. |
স্নাতক এবং স্নাতক সার্টিফিকেট প্রদানের জন্য ফি | 690 SAR. |
সকল ডকুমেন্টস এবং সার্টিফিকেট ইলেক্ট্রনিক ভাবে জেনারেট হবে | Free |
প্রতি টিউশন ফি তে ভ্যাট যোগ হবে | 15% |
Total Fees: | Total Fees+15% SAR (Vat added in every tuition fees) |
আবেদন শুরুঃ ০৯/১০/২০২৪ ইং
আবেদন শেষঃ ১৭/১০/২০২৪ ইং
নির্ভুল আবেদন ও অনুবাদ এর সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
🟦 Facebook ID: https://www.facebook.com/scholarshipcarecenter/
🗣️ Messenger: https://m.me/scholarshipcarecenter
☎️ WhatsApp Number: +8801779-748813 (Text Only)
☎️ WhatsApp: https://wa.me/message/77CR5HSCWW2WA1
📧 Email: scholarshipcarecenter10@gmail.com
🟦 Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter
🟦 Website: https://scholarshipcarecenter.com/
🟥 স্কলারশিপ কেয়ার সেন্টার