আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, আপনারা অনেকেই মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় এর স্কলারশিপ সম্পর্কে জানতে চেয়েছেন। কি কি লাগে সুযোগ সুবিধা ইত্যাদি। প্রথমেই বলে নেই এটি শুধুমাত্র ছেলেদের জন্য মেয়েরা মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় এ পড়তে পারেনা। আপাতত মেয়েদের সুযোগ নেই। এটি যেহেতু ফুল ফ্রি স্কলারশিপ তাই একটি ছাত্রের সেখানে নিজের কোন টাকা খরচ করতে হয়না।
২০২১ ও ২০২২ এ সেপ্টেম্বর এ আবেদন শুরু হয়েছিল। তাই এই বছর ও বলা যায় যে সেপ্টেম্বর এই আবেদন শুরু হবার সম্ভাবনা বেশি ইনশাআল্লাহ।
সুযোগ-সুবিধাঃ
- ফ্রি একোমোডেশন
- মাসিক ভাতা ৮৪০ রিয়াল
- ভিসা ও বিমান টিকেট
- খুব স্বল্প মূল্যে খাবার
- টিউশন ফি নেই
- ১০০% স্কলারশিপ
- ছুটিতে দেশে আসা ও যাওয়ার বিমান টিকেট দিয়ে দেয়া হবে
আবেদন করতে যা যা লাগবেঃ
- নিজের ছবি ৪*৬ (w*h) সাইজ
- আলিম/এইচএসসি/মুয়াদালাকৃত কওমী মাদ্রাসার সার্টিফিকেট (আরবি অনুবাদ সহ)
- আলিম/এইচএসসি/মুয়াদালাকৃত কওমী মাদ্রাসার মার্কশীট (আরবি অনুবাদ সহ)
- পাসপোর্ট
- মেডিকেল সার্টিফিকেট (আরবি অনুবাদ সহ)
- জন্ম সনদ (আরবি অনুবাদ সহ)
- প্রশংসাপত্র (আরবি অনুবাদ সহ)
- তাজকিয়া ২ টি
অতিরিক্ত যা যা দিতে পারেনঃ
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- হিফজ এর সনদ
- যেকোন কোর্স অথবা ভলেন্টিয়ার এর সার্টিফিকেট
- আরবি ভাষা কোর্সের সার্টিফিকেট
- IELTS বা এর সমমান সার্টিফিকেট
প্রশ্নঃ মুয়াদালা কি?
উত্তরঃ মুয়াদালা হলো চুক্তি । অর্থ্যাৎ বাংলাদেশে কিছু সালাফি কওমী মাদ্রাসার সাথে এবং সরকারি ঢাকা আলিয়ার সাথে ইউনিভার্সিটির চুক্তি থাকে। এই চুক্তির কারন প্রতি বছর সেই মাদ্রাসা থেকে ছাত্র নিতে হয়। এটি মাদ্রাসা ও ভার্সিটির অভ্যন্তরিন ও দীর্ঘ মেয়াদি বিষয়।
মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে নিতে হবে তা জানতে এই লিংকে ক্লিক করুনঃ Click here
তাজকিয়া যাদের থেকে নিতে পারেন তা জানতে এই লিংকে ক্লিক করুনঃ Click here
নির্ভুল আবেদন ও অনুবাদ এর সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
🟦 Facebook ID: https://www.facebook.com/scholarshipcarecenter/
🗣️ Messenger: https://m.me/scholarshipcarecenter
☎️ WhatsApp Number: +8801779-748813 (Text Only)
☎️ WhatsApp: https://wa.me/message/77CR5HSCWW2WA1
📧 Email: [email protected]
🟦 Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter
🟦 Website: https://scholarshipcarecenter.com/
🟥 স্কলারশিপ কেয়ার সেন্টার
Last date kobe Bhaiya
এটি বর্তমানে চলমান নয়।