King Abdulaziz University Masters and P.hD Application | কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় মাস্টার্স ও পিএইচডি অ্যাপ্লিকেশন বিস্তারিত।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি আরব বিশ্বের ১ নাম্বার ইউনিভার্সিটি ( QS Ranking অনুযায়ী)। ১৯৬৭ সালে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৪টা অনুষদ ও আনুমানিক ৮০টি বিভাগ এবং ১৫০টি উচ্চতর গবেষণাকেন্দ্র রয়েছে । এখানে প্রায় ৮০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার মধ্যে প্রায় ২ হাজার বিদেশী শিক্ষার্থীও রয়েছে। বর্তমানে এতে প্রায় ১৫০ জনের মত বাংলাদেশী শিক্ষার্থী পড়াশুনা করছে।
 

স্কলারশিপের সাধারণ সুযোগ-সুবিধাসমূহঃ

  • মাসিক ছাত্রবৃত্তিঃ ৮৯০ রিয়াল (মাস্টার্স/পিএইচডি)
  • বিনামূল্যে থাকার ব্যবস্থা
  • ক্যাম্পাস থেকে ছাত্রাবাস পর্যন্ত ফ্রি বাস সার্ভিস
  • জেদ্দা থেকে মক্কা-মদিনা যিয়ারতে সুব্যবস্থা
  • ফ্রি সৌদি গভঃ হেলথ ইনস্যুরেন্স (বিশ্ববিদ্যালয়ের মূল হাসপাতাল আর সৌদির সকল সরকারী হাসপাতালে ফ্রি ট্রিটম্যান্ট ও মেডিসিন)
  • গ্রীষ্মের ছুটিতে দেশ আশা- যাওয়ার ফ্রি এয়ার- টিকেট
  • নতুন শিক্ষার্থীদের আগমনের পর ১৮০০ রিয়াল প্রস্তুতি ভাতা

মাস্টার্স/পিএইচডি শিক্ষার্থীদের কিছু বিশেষ সুবিধাসমূহঃ 

  • শর্তসাপেক্ষে মাসিক ১০০০ রিয়াল বেতন ( RA হিসেবে )
  • বিবাহিত শিক্ষার্থী যারা সৌদিতে পরিবার নিয়ে আসতে চান তাদেরকে ফ্যামিলি ভিসা প্রদান। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাসিক ৫০০ রিয়াল ভাড়ার বিনিময়ে যে ফ্যামিলি কোয়ার্টার দেয়া হতো সেটা পেতে ১-২ বছর লেগে যাবে। ততদিনে বাহিরে নিজ খরচে থাকা লাগবে কিন্তু পরিবারের সদস্যারা ফ্রি গভঃ হেলথ ইনস্যুরেন্স পাবে।
  • প্রতি দুই সেমিস্টার অন্তর বই ক্রয় বাবদ ৯০০ রিয়াল ভাতা
  • গবেষণাপত্র প্রকাশের জন্য বিশেষ ভাতাঃ ৪০০০ রিয়াল (পিএইচডি) , ৩০০০ রিয়াল (মাস্টার্স)
  • ডিগ্রিশেষে বইপত্র দেশে পাঠানোর জন্য ২৭০০ রিয়াল ভাতা
  • ফান্ডিং থাকা সাপেক্ষে প্রায় ১০ হাজার রিয়ালের প্যাকেজে হজ্জ করার সুযোগ

আবেদনের শর্তাবলিঃ

  • সিজিপিএ ৩.০০ ( কমপক্ষে)
  • আইএলটিএস ৬.০/৯.০ অথবা টোফেল ৭০/১২০ (জেনারেল ছাত্র যারা ইসলামিক সাবজেক্টের বাইরে আবেদন করবে তাদের জন্য লাগবে)
  • রিসার্চ পালিকেশন (আবশ্যক না, কিন্তু থাকলে চান্স পাওয়া সহজ হবে)
  • জিআরই (আবশ্যক না)
  • মাস্টার্সের জন্য সর্বোচ্চ ৩০ বছর আর পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫ বছর
  • মেয়েদের জন্য মাহরাম লাগবে না।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  1. পাসপোর্ট
  2. অনার্স-মাস্টার্স এর সার্টিফিকেট ও মার্কশীট (পিএইচডি তে আবেদন করলে অনার্স ও মার্স্টার্স উভয়ের সার্টিফিকেট ও মার্কশীট লাগবে)
  3. ইংরেজি ভাষা সনদ IELTS/TOEFL  (জেনারেল সাবজেক্ট এ যারা এপ্লাই করবেন তাদের জন্য)
  4. ২ টি রেকমেন্ডেশন লেটার (সর্বশেষ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন সেখানকার দুইজন এর রেকমেন্ডেশন লেটার নিতে হবে।)
  5. সিভি অথবা বায়োডাটা
  6. স্টেটমেন্ট অফ পারপাস (আপনি কিং আব্দুল আজিজে মাস্টার্স/পিএইচডিতে কোন বিষয়ে গবেষনা করতে চান এ নিয়ে এক পৃষ্ঠা)
  7. নিজের ছবি (টুপি ও চশমা ছাড়া)
  8. অতিরিক্ত ৪ টি সনদ (পাবলিকেশন এর চাইলে দিতে পারেন)

নোটঃ উপরোক্ত সমস্ত কাগজগুলো পিডিএফ হবে হবে (নিজের ছবি ব্যতিত) এবং সিভি, স্টেটমেন্ট অফ পারপাস এগুলো কম্পিউটার টাইপ করে লিখতে হবে। ফাজিল-কামিল এর সার্টিফিকেট গ্রহনযোগ্য নয়।

যে সকল সাবজেক্ট রয়েছেঃ

মাস্টার্সের সাবজেক্ট গুলো দেখতে পিডিএফ ডাউনলোড করুনঃ

পিএইচডি এর সাবজেক্ট গুলো দেখতে নিচের পিডিএফ ডাউনলোড করুনঃ

নোটঃ এখানে বিভিন্ন সাবজেক্ট ইংরেজি ও আরবি উভয় ভাষায় পড়ানো হবে তাই সাবজেক্ট চয়েস করার আগে পিডিএফ থেকে ল্যাংগুয়েজ অপশন দেখে নিবেন।

Frequently Asked Questions and Answers (FAQ)

  • সৌদি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে একই বা সৌদির অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হওয়া যায় না। সৌদি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হতে ওয়েস্টার্ণ পিএইচডি বা পোস্ট ডক সহ ৫ বছরে টিচিং এক্সপিরিয়ান্স লাগবে।
  • সৌদি আরবে আমেরিকা/কানাডার মত পার্মান্যান্ট রেসিডেন্সি( পিআর) দেয় না। ডিগ্রি শেষে ৩ মাসের মধ্যে দেশে চলে যাওয়া লাগে সাধারণত।
  • মাস্টার্স শেষে সরাসরি পিএইচডি শুরু করার সুযোগ আছে। সে হিসেবে পড়াশুনার সুবাদে ৬/৭ বছর সৌদিতে থাকা যায়।
  • কোন প্রাইভেট জব পেলে দেশে গিয়ে নতুন করে জব ভিসাতে সৌদি আসা লাগে।
  • পড়াশুনার পাশাপাশি ক্যাম্পাসের বাহিরে কোন পার্টটাইম জব করা নিষেধ। আর পার্টটাইম জবও নেই বললেই চলে।
  • সৌদি বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার মান ভালো আর উচ্চ রেঙ্কিং হওয়াতে এখানে মাস্টার্স/পিএইচডি করে সহজেই আমেরিকা/কানাডা/ইউরোপ/অস্ট্রেলিয়াতে মাইগ্রটে করা যায়।
  • আপনারা যারা বাংলাদেশের প্রাইভেট/ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি আছেন তাদের জন্য সৌদির এই স্কলারশিপটা একটা ভালো অপশন।
  • যারা ইসলামী পরিবেশকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাস্টার্স/পিএইচডি করতে চান তাদের জন্য সৌদির এই স্কলারশিপ অনেক ভালো অপশন।

আবেদনের ডেডলাইনঃ ১৭ এপ্রিল ২০২৪ ইং


নির্ভুল আবেদন ও অনুবাদ এর সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে

📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com

📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Group: https://chat.whatsapp.com/Cxi4R8KwGIAB28I2jhUW0h
WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaIMkD7002T5cpucRA17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *