আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, শুরু হয়েছে কিং সাউদ ইউনিভার্সিটি অনার্স লেভেলের স্কলারশিপ ২০২৩ ইংরেজি ও ১৪৪৫ হিজরি ইন্টারন্যাশনাল ছাত্র-ছাত্রীদের জন্য। এটি সৌদি অন্যান্য স্কলারশিপের মতই ফুল ফ্রি স্কলারশিপ। পূর্বে কিং সাউদ ইউনিভার্সিটি শুধুমাত্র ভাষা কোর্স এর স্কলারশিপ ই দিয়েছে। অনার্স এর স্কলারশিপ এই বছর ই নতুন।
এই স্কলারশিপ যারা আবেদন করতে পারবেনঃ এটিতে সৌদি তে বসবাসকারী বিভিন্ন দেশের ইকামাধারী ছাত্র-ছাত্রীরা অ্যাপ্লিকেশন করতে পারবে পাশাপাশি সৌদি এর বাইরে যে সকল ছাত্র ছাত্রী অবস্থান করছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। (Internal and External Students are eligible for this scholarship)
আবেদনের ধরনঃ অনার্স (আরবি ভাষা কোর্স করানো হবেনা)
সুযোগ-সুবিধাঃ
- টিউশন ফি নেই
- মাসিক ভাতা ৮৪০ রিয়াল ও ভার্সিটিতে যাওয়ার পর এককালীন ১৭০০ রিয়াল ভাতা প্রদান
- রাউন্ড টিকেট ও গ্রীষ্মকালীন ছুটিতে দেশে আসা যাওয়ার জন্য বিমান টিকেট
- স্বল্পমূল্যে খাবার
- ফ্রি থাকার সুবিধা
- ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা
- ইন্টারভিউ হবেনা
আবেদনের যোগ্যতাঃ
- আরবি ভাষায় দক্ষতা থাকতে হবে
- মেয়েদের সৌদিতে বসবাসকারী মাহরাম থাকতে হবে
- একাডেমিক কাগজপত্র বোর্ড, শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। নিজে নিজে কিভাবে করবেন তা জানতে এই লিংকে ক্লিক করুন। Click Here
আবেদন করতে যা যা লাগবেঃ
- পাসপোর্ট
- আলিম/HSC/A Level/ডিপ্লোমা/সানুবিয়া এর সার্টিফিকেট ও মার্কশীট (২০২০ ও তার পরবর্তী সালে যারা পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন অর্থ্যাৎ ২০২০ এর আগে যারা পাশ করেছেন তারা পারবেন না)
- জন্ম সনদ
- মাদ্রাসা/কলেজের প্রশংসাপত্র অথবা শিক্ষক/বিভিন্ন আলেম থেকে নেয়া তাজকিয়া
- পার্সোনাল তথ্য ফরম (আমাদের কাছেই পাবেন) নিজে পূরন করতে চাইলে ডাউনলোড করতে পারেন এই লিংকে ক্লিক করে Download Form
- ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডে টুপি ও চশমা ছাড়া)
- মেয়েদের জন্য সৌদিতে বসবাসকারী মাহরাম ব্যাক্তির ইকামার কপি ও পাসপোর্ট ও সম্পর্কের প্রুফ (যদি থাকে) (যেমন কাবিননামা, সম্পর্কের এফিডেভিট) উল্লেখ্য, ইকামা কপি লাগবেই। সম্পর্কের প্রুফ দিলে ভাল তবে না হলেও সমস্যা নেই তবে এটি পরবর্তীতে প্রয়োজন হবে স্কলারশিপ পাওয়ার জন্য
উল্লেখ্য, যে সমস্ত কাগজ এর ইংরেজি কপি দরকার হবে। ইংরেজি কপি হলে আরবি অনুবাদ করার দরকার নেই। নয়ত আরবি অনুবাদ করে নিতে হবে।
এবার ফ্যাকাল্টি সংক্রান্ত তথ্যঃ
Male Students Faculties:
- Human Colleges (Eligible for both Science and General Major Students)
- Faculty of Islamic Law (Eligible for both Science and General Major Male Students)
- Faculty of Business Administration (Eligible for Science Major Students Only)
- Science College (Eligible for Science Major Students Only)
Female Students Faculties:
- Science Colleges (Eligible for Science Major Students Only)
- Human Colleges (Eligible for both Science and General Major Students)
- College of Business Administration (Eligible for Science Major Students Only)
- Faculty of Islamic Law (Eligible for both Science and General Major Students)
বয়সসীমাঃ ১৭-২৫ বছর পর্যন্ত
আবেদন এর শেষ সময়ঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩
নির্ভুল আবেদন ও অনুবাদ এর সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
🟦 Facebook ID: https://www.facebook.com/scholarshipcarecenter/
🗣️ Messenger: https://m.me/scholarshipcarecenter
☎️ WhatsApp Number: +8801779-748813 (Text Only)
☎️ WhatsApp: https://wa.me/message/77CR5HSCWW2WA1
📧 Email: scholarshipcarecenter10@gmail.com
🟦 Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter
🟦 Website: https://scholarshipcarecenter.com/
🟥 স্কলারশিপ কেয়ার সেন্টার