আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেছে ইন্দোনেশিয়ার KNB Scholarship. এই স্কলারশিপ নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো
আবেদনের বয়সসীমা
১. আন্ডারগ্রাজুয়েট – ২১ বছর,
২. মাস্টার্স – ৩৫ বছর
৩. পিএইচডি – ৪০ বছর
প্রোগ্রাম কাঠামো
1. ইন্দোনেশিয়ান ভাষা প্রশিক্ষণ প্রোগ্রাম (BIPA প্রোগ্রাম)
সর্বাধিক ১ (এক) একাডেমিক বছরের জন্য ইন্দোনেশিয়ান ভাষা (বাহাসা) কোর্স সমস্ত KNB শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক, কারণ একাডেমিক প্রোগ্রামের (লেকচার, থিসিস বা ডিসার্টেশন) সমস্ত কোর্স বাহাসা ভাষায় পরিচালিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় BIPA প্রোগ্রাম প্রদান করবে।
2. প্রস্তুতিমূলক প্রোগ্রাম
একাডেমিক প্রোগ্রামের আগে প্রস্তুতিমূলক প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের নীতি ও পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।
3. একাডেমিক প্রোগ্রাম
একাডেমিক প্রোগ্রামের (লেকচার, থিসিস বা ডিসার্টেশন) সমস্ত কার্যক্রম বাহাসা ভাষায় পরিচালিত হবে। বৃত্তির সর্বাধিক মেয়াদ নিম্নরূপ:
a. ডক্টরেট ডিগ্রি প্রোগ্রাম:
ডক্টরেট ডিগ্রি প্রোগ্রামের জন্য সর্বাধিক ৮ (আট) সেমিস্টার। বৃত্তির আওতায় দুটি ধরণের ডক্টরেট প্রোগ্রাম রয়েছে:
- গবেষণার মাধ্যমে ডক্টরেট প্রোগ্রাম।
- কোর্সওয়ার্ক ও গবেষণার সংমিশ্রণে ডক্টরেট প্রোগ্রাম।
বিশেষ ক্ষেত্রে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সর্বাধিক ২ (দুই) সেমিস্টার পর্যন্ত বর্ধিতকরণের সুযোগ রয়েছে।
b. মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম: ৪ (চার) সেমিস্টার।
c. ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম: ৮ (আট) সেমিস্টার।
সুযোগ-সুবিধা
১. টিউশন ফি নেই
২. প্রতি মাসে একটি খুব ভাল স্টাইপেন্ড দেয়া হবে যেটি দিয়ে খুব ভালভাবে সেখানে চলা যাবে।
৩. বই কেনার জন্য একটি খরচ দেয়া হবে।
৪. সেটেলমেন্ট খরচ। প্রথমবার যাওয়ার পর সেটেল হতে একটি খরচ দেয়া হবে।
৫. ভিসা ফি নেই
৬. এক বছরের ভাষা কোর্স (এখানে ইংলিশ মিডিয়ামে পড়ানো হবে বেশিরভাগ সাবজেক্ট)
৭. হেলথ ইন্সুরেন্স
৮. রাউন্ড এয়ার টিকেট
৯. আপনার যদি কোন রিসার্চ পাবলিকেশন্স থাকে তার জন্য একটি এলাওয়েন্স দেয়া হবে
১০. ব্যাংক ব্যালেন্স দেখাতে হবেনা।
অসুবিধা-সমূহঃ
১. স্পাউস নেয়া যাবেনা। নিতে চাইলেও তার কোন ধরনের খরচ ভার্সিটি বা স্কলারশিপ কমিটি দিবনা।
২. IELTS/TOEFL/MOI লাগবে
৩. MOI (Medium of Instructions) যদি ইংরেজিতে হয় তবে সমস্যা নেই
আবেদন করতে যা যা লাগবেঃ
১. পাসপোর্ট/এনআইডি
২. সার্টিফিকেট ও মার্কশীট (সত্যায়িত মিনিস্ট্রি থেকে সেটা আমরা করে দিব )
৩. IELTS/TOEFL/MOI/ (Medium of Instructions) থাকতে হবে শেষ ২ বছরের মধ্যে এই কাগজগুলো তুলতে হবে।Undergraduate and Masters: IELTS: 5.5, TOEFL IBT: 53
PHD: IELTS: 6.0, TOEFL IBT: 71
বিঃদ্রঃ আপনি চাইলে অন্য ভাষা সার্টিফিকেট যেমন ডুয়োলিংগো দিয়েও আবেদন করতে পারবেন।
৪. পুর্বের ইন্সটিটিউট থেকে ২ টি রেকমেন্ডেশন লেটার (অর্থ্যাৎ অনার্সে আবেদন করলে পূর্বের কলেজ থেকে, মাস্টার্সে আবেদন করলে ইউনিভার্সিটি থেকে নিতে হবে। )
৫. ইমপ্লোয়মেন্ট রেফারেন্স লেটার (যদি আপনি কোথাও কাজ করেন সেখান থেকে নিতে পারেন)৬. এমবাসি রেফারেন্স লেটার
৭. সোপ/স্টেটমেন্ট অফ পারপাস/মোটিভেশনাল লেটার/লেটার অফ ইন্ডেন্ট
৭. এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট (যদি থাকে)
৮. ছবি
৯. সিগনেচার
১০. সিভি
বিঃদঃ সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে .jpeg অথবা .jpg করে সর্বোচ্চ 300kb হতে হবে।
বিঃদ্রঃ যারা পিএইচডি তে আবেদন করবেন তারা এই স্কলারশিপ এ থাকা ৩৪টি ভার্সিটি রয়েছে এখান থেকে আপনার সাবজেক্ট রিলেটেড অর্থ্যাৎ যেই সাবজেক্টে আপনি পিএইচডি করতে চাচ্ছেন সেই সাবজেক্ট এর সুপারভাইজার থেকে একটি রেকমেন্ডেশন লেটার নিতে হবে। এটি শুধুমাত্র পিএইচডি য্রারা করবেন তাদের জন্য
এম্বাসি থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হলে যা যা লাগবেঃ
১. সার্টিফিকেট ও মার্কশীট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে ও স্ক্যান করতে হবে
২. পুর্বের ইন্সটিটিউট থেকে রেকমেন্ডেশন লেটার
৩. পাসপোর্ট/এনআইডি
৪. IELTS/TOEFL/MOI এর সার্টিফিকেট
এই সকল কিছু স্ক্যান করে এই ইমেইল ঠিকানায়ইমেইলঃ socio.culture@indonesia-bd.org পাঠিয়ে দিলে তারা সেটাকে দেখে যাচাই করে ফিরতি ইমেইলে আপনাকে এম্বাসি থেকে একটি রেকমেন্ডেশন লেটার দিয়ে দিবে।
আবেদনের সময়সীমাঃ
1 Submit Application : | 3 – 21 March 2025 |
2 | Selection Administration : | 24 March – 9 May 2025 |
3 | Selection Academic, Interview and Psychotest : | 14 May – 5 June 2025 |
4 | Announcement Batch I : | 30 June 2025 |
5 | Re-registration Batch I : | 1 – 4 July 2025 |
6 | Announcement Batch II : | 8 July 2025 |
7 | Re-registration Batch II | : 9 – 11 July 2025 |
8 | Document immigration for submitting student visa | : 21 July – 22 August 2025 |
9 | Arrival to Indonesia : | 25 – 31 August 2025 |
10 | BIPA Program | Start September 2025 |
ইউনিভার্সিটি লিস্টঃ
1.Institut Pertanian Bogor
2.Institut Teknologi Bandung
3.Institut Teknologi Sepuluh Nopember
4.Politeknik Elektronika Negeri Surabaya
5.Universitas Airlangga
6.Universitas Atma Jaya Yogyakarta
7.Universitas Brawijaya
8.Universitas Dian Nuswantoro
9.Universitas Diponegoro
10.Universitas Gadjah Mada
11.Universitas Hasanuddin
12.Universitas Indonesia
13.Universitas Islam Indonesia
14.Universitas Jenderal Soedirman
15.Universitas Katolik Parahyangan
16.Universitas Lampung;
17.Universitas Muhammadiyah Malang
18.Universitas Muhammadiyah Purwokerto
19. Universitas Muhammadiyah Surakarta
20.Universitas Negeri Jakarta
21. Universitas Negeri Malang
22.Universitas Negeri Padang
23.Universitas Negeri Semarang
24.Universitas Negeri Surabaya
25.Universitas Negeri Yogyakarta
26.Universitas Padjadjaran
27.Universitas Pendidikan Indonesia
28.Universitas.Pembangunan.Nasional (UPN) Veteran Jawa Timur
29.Universitas Sanata Dharma
30.Universitas Sebelas Maret
31.Universitas Sumatera Utara
32.Universitas Syiah Kuala
33.Universitas Telkom
34.Universitas Wijaya Kusuma Surabaya
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
🟦 Facebook ID: https://www.facebook.com/scholarshipcarecenter/
🗣️ Messenger: https://m.me/scholarshipcarecenter
☎️ WhatsApp Number: +8801779-748813 (Text Only)
☎️ WhatsApp: https://wa.me/message/77CR5HSCWW2WA1
📧 Email: scholarshipcarecenter10@gmail.com
🟦 Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter
🟦 Website: https://scholarshipcarecenter.com/
🟥 স্কলারশিপ কেয়ার সেন্টার