আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, শুরু হয়েছে মরোক্ক সরকারি স্কলারশিপ ২০২৩/২০২৪। তাই নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
বিষয়ঃ সাইন্স/আর্টস/কমার্স/ইসলামিক বিষয়
যে ভাষায় পড়ানো হবেঃ আরবি/ফ্রেঞ্চ
সুযোগ সুবিধাঃ
- টিউশন ফি নেই
- একোমোডেশন ফি নেই
- মেডিকেল ইন্সুরেন্স
- ভিসা
- রিসার্চ ও একাডেমিক সুবিধা
- ব্যাংক ব্যালেন্স দেখাতে হবেনা
- IELTS/আইএলটিএস লাগবেনা
- মাসিক স্টাইপেন্ড ৭২ ডলার
অসুবিধাঃ
- আরবি ও ফ্রেঞ্চ ভাষায় পড়ানো হবে (যারা জেনারেল তাদের জন্য একটু চ্যালেঞ্জিং)
- টিকেট নিজের কেটে যেতে হবে
- মাসিক স্টাইপেন্ড কম
যোগ্যতাঃ
- অনার্স বয়সসীমা ১৯-২৩ হতে হবে। মাস্টার্স ও পিএইচডির বয়স সীমা উল্লেখ নেই।
- ভাল রেজাল্ট থাকা (কত থাকা লাগবে তা উল্লেখ নেই)
- এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট (যদি থাকে)
- আরবি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
যে সকল কাগজপত্র লাগবে – অবশ্যই সকল কাগজের ইংরেজি ভার্সন মেইন কপি বা ইংরেজি অনুবাদ করালে এর ফটোকপি জমা দিতে হবেঃ
- আপনার সার্টিফিকেট ,মার্কশীট ও প্রশংসাপত্র (অনার্সে আবেদন করলে ক্লাস ১০/দাখিল থেকে ক্লাস ১২ /আলিম পর্যন্ত সকল বোর্ড পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীট, মাস্টার্সে আবেদন করলে ক্লাস ১০ থেকে অনার্স পর্যন্ত সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীট, পিএইচডি তে আবেদন করলে মাস্টার্স পর্যন্ত সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীট ) – অবশ্যই ইংরেজিতে হতে হবে নয়ত অনুবাদ করে নিতে হবে।
- পাসপোর্ট/জন্ম সনদ/এনআইডি (ইংরেজি)
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল ফিটনেস
- যারা মাস্টার্স ও পিএইচডি করবেন তারা Research Proposal, Thesis Work সাথে জমা দিবেন।
- মরোক্ক এই ফরম পুরন করতে হবে। (ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন )
- বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন ফরম (ফরম পুরনের পর আপনাকে ট্রাকিং নাম্বার দিবে সেটি সংগ্রহ করে রাখবেন।)
- অতিরিক্ত সার্টিফিকেট (যদি থাকে)
- অবশ্যই সকল কাগজের ফটোকপি করে জমা দিতে হবে।
→ সমস্ত কাগজপত্র অবশ্যই ইংরেজি তে হতে হবে। মেইনকপি ইংরেজি না হলে ইংরেজিতে অনুবাদ করতে হবে।
→ সমস্ত কাগজ পত্রের ফটোকপি একটি A4 সাইজের খামে ভরে খামের উপরে প্রেরক ও প্রাপক সহ আপনার বিস্তারিত তথ্য লিখে পাশাপাশি ট্রাকিং নাম্বার অবশ্যই লিখবেন ।
প্রেরক এ আপনার ঠিকানা,ট্রাকিং নাম্বার সহ বিস্তারিত লিখবেন আর প্রাপক এ অবশ্যই এই ঠিকানা লিখবেন,
বৃত্তি ও প্রকৌশল শাখা, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
খামের উপরে কি লিখবেন তা যদি না জানেন আমাদেরকে সাথে যোগাযোগ করলে আমরা সামান্য খরচে আপনাকে আপনার তথ্য সহ পিডিএফ দিয়ে দিব আপনি চাইলে সেট্রি প্রিন্ট করে লাগিয়ে দিতে পারবেন।
সমস্ত কাগজ জমা কোথায় দিবেনঃ বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ২ নং অভ্যর্থনা কক্ষে গিয়ে জমা দিবেন। অন্য কোথাও দিলে সেটি গ্রহন যোগ্য হবেনা।
ফর্ম কি নিজে জমা দিবেন নাকি অন্য কেউ দিবেঃ অবশ্যই নিজে দিবেন। অন্য কেউ গেলে তাকে অথোরাইজেশন লেটার লিখে দিতে হবে।
ডেডলাইনঃ ৭জুন – ৫ জুলাই রাত ১২ টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর ফরম জমা দিতে পারবেন ৬ জুলাই পর্যন্ত।
অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন
Facebook ID || Messenger || WhatsApp Number: +8801779-748813 (Text only) || WhatsApp Link || Email
|| Facebook Group
I am Interest
দুঃখিত!এই আবেদনটির সময়সীমা শেষ হয়েছে।