আমাদের সেবাসমূহ
বর্তমানে আমরা সারাদেশে দুইটি সেবা দিয়ে থাকি। প্রথমটি হলো কাগজপত্র আরবি অনুবাদ ও নোটারি, দ্বিতীয়ত স্কলারশিপের আবেদন করা। নিচে প্রথম সারিতে অনুবাদ সংক্রান্ত ও দ্বিতীয় সারিতে আবেদন সংক্রান্ত বিষয় জানতে পারবেন।
অনুবাদ সংক্রান্ত সেবা
অগ্রীম অনুবাদ এর পেমেন্ট
যেহেতু আমাদের কার্যক্রম অনলাইন ভিত্তিক সেহেতু আমরা অনুবাদের ফুল পেমেন্ট আগে নিয়ে অনুবাদ কনফার্ম করি। সুন্নাহ অনুযায়ী অনুবাদে যদি কোন প্রবলেম হয় তবে সেই ভুল সংশোধনে আলাদা কোন চার্জ নেই। অগ্রীম পেমেন্ট না নেয়ার কারনে দেখা যায় অনেক ভাই অনুবাদ কনফার্ম করে আর যোগাযোগ করেন না যেটি আমাদের জন্য কষ্টদায়ক। আর সেজন্যই আমরা অনুবাদের পেমেন্ট অগ্রীম নিয়ে থাকি। এটি শুধু অনুবাদের জন্যই প্রযোজ্য।
নির্ভুল অনুবাদ ও নোটারি
অনুবাদ প্রতিটা আবেদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে তাই অনুবাদের ব্যাপারে আমরা কোন ছাড় দিতে রাজি নই। সে কারনেই আমরা তিনদিন সময় নিয়ে ভুল-ত্রুটি চেক করে অনুবাদ করিয়ে আনি দক্ষ অনুবাদ সেন্টার হতে। আলহামদুলিল্লাহ্, এই পর্যন্ত অনেক ভাইকে অনুবাদ করে দিয়েছি। আমাদের এই অনুবাদ দিয়ে অনেক ভাই মদিনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করছেন।
কুরিয়ারে অনুবাদ পৌঁছানো
অনুবাদ করার পর সেই অনুবাদ অবশ্যই প্রতিটা ছাত্র-ছাত্রীর দরকার হবে বিদেশে স্কলারশিপে যাওয়ার ক্ষেত্রে। সত্যায়নের বিষয় ও থাকে। তাই অনুবাদ গুলো প্রতিটা ছাত্রের কাছে থাকা জরুরী। আর সেজন্যই সারাদেশে সামান্য খরচে কুরিয়ারে আমরা অনুবাদ পৌঁছে দেই সবার হাতে। আর তাই, দূরের জেলার ছাত্র-ছাত্রীদের কে কষ্ট করে ঢাকায় এসে অনুবাদ নিয়ে যাওয়ার ভোগান্তি নেই।
আবেদন সংক্রান্ত সেবা
কোয়ালিটি সার্ভিস ও সাপোর্ট
আমরা আবেদন এর কাজ সময় নিয়ে করে থাকি এবং প্রতিটা আবেদন সাবমিট এর আগে ক্লায়েন্ট কে চেকিং এর সুযোগ দিয়ে থাকি যেন ভুল-ত্রুটি না থাকে। পাশাপাশি আবেদন পরবর্তী কার্যক্রম সম্পর্কেও হেল্প করে থাকি।
১০০% নিশ্চয়তা
আমরা আপনার আবেদন করার পর সেটির কনফার্মেশন মেইল পাঠানো হবে এবং সেই ইমেইলে ক্লায়েন্টের আবেদনের লগিন ডিটেইলস আপনার ইমেইলে পাঠিয়ে দেয়া হবে। তাই তখন নির্ভয়ে আপনি চাইলে আপনার আবেদন নিজেই চেক করতে পারবেন।
স্বল্প সার্ভিস চার্জ
আমরা সব ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে স্বল্প সার্ভিস চার্জ করে থাকি এবং কোয়ালিটি সার্ভিস প্রদান করে থাকি। আর কোয়ালিটি সার্ভিস এর পাশাপাশি সর্বদা সাপোর্ট তো থাকছেই।