আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেছে রোমানিয়ান সরকারি স্কলারশিপ – ২০২৫-২০২৬ সেশন। এটি অনার্স, মাস্টার্স, পিএইচডি সবার জন্য আবেদন। যারা এইচএসসি কমপ্লিট করেছেন তারা অনার্সের জন্য, যারা অনার্স কমপ্লিট করেছেন তারা মাস্টার্সের জন্য, যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা পিএইচডি এর জন্য আবেদন করতে পারবেন। বলে রাখা ভাল এখানে সাইন্স, আর্টস, কমার্স এর সাবজেক্ট রয়েছে এবং এখানে মেডিকেল রিলেটেড কোন সাবজেক্ট নেই। এখানে অনার্স ৩-৬ বছরের মাস্টার্স ১/১.৫-২ বছর এবং পিএইচডি ৩-৫ বছরের জন্য হয়ে থাকে। তবে অনার্স ও মাস্টার্স করতে আপনাকে বিনামূল্যে একটি রোমানিয়ান ভাষা কোর্স করানো হবে।
স্কলারশিপের সুযোগ-সুবিধাঃ
- টিউশন ফি নেই।
- মেডিকেল ইন্সুরেন্স ফি নেই।
- একোমোডেশন বা থাকার জন্য ফি নেই।
- মাসিক একটি স্টাইপেন্ড তবে এটি খুব কম। অনার্সের জন্য ৬৫ ইউরো, মাস্টার্সের জন্য ৭৫ ইউরো আর পিএইচডি এর জন্য ৮৫ ইউরো।
- আইএলটিএস লাগবেনা। এটি ছাড়াও আবেদন করা যাবে।
- ব্যাংক ব্যালেন্স প্রয়োজন হয়না।
- রোমানিয়া যেহেতু সেঞ্জেনভুক্ত হচ্ছে। তাই অন্যান্য ইউরোপের সেঞ্জেনভুক্ত দেশের যে সুবিধা রয়েছে সেগুলো পাবেন।
- যাদের স্পাউস রয়েছে তারা পরে আপনার স্পাউস কে নিয়ে যেতে পারবেন।
- বয়সের লিমিট নেই।
- ইয়্যার গ্যাপ নিয়ে আবেদন করতে পারবেন। তবে সেই গ্যাপ কে পজিটিভ ভাবে প্রেজেন্ট করতে হবে।
স্কলারশিপের অসুবিধাঃ
- মাসিক স্টাইপেন্ড কম। তাই নিজের ব্যায়ভার মেটানো অনেক কষ্টসাধ্য।
- ভাষা। এখানে অনার্স, মাস্টার্স রোমানিয়ান ভাষায় পড়ানো হবে। এজন্য আপনাকে ভাষা কোর্স করানো হবে।
- বিমান টিকেট দেয়া হবেনা।
- বাংলাদেশে রোমানিয়ার কোন এম্বাসি নেই তবে কন্সালট্যান্ট রয়েছে।
- এখানে পিএইচডি ইংরেজি/রোমানিয়ান ভাষা- তে পড়ানো হবে। তাই সেখানে আপনি যেকোন একটি নিতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয়ঃ
- সিভি। (ইউরোপাস ফরম্যাটে হতে হবে)
- জন্ম সনদ। (ইংরেজি)
- এনআইডি বা পাসপোর্ট। (পাসপোর্ট এর প্রথম তিন পাতা)
- এইচএসসি/আলিম, অনার্স, মাস্টার্স এর সার্টিফিকেট ও মার্কশীট।
- বিবাহের সার্টিফিকেট। (বিবাহিত হলে দিতে হবে)
- যারা ডক্টোরাল এ আবেদন করবে তাদের একটি লেটার অফ ইন্টন্ট লিখতে হবে এবং বিভিন্ন প্রোগ্রাম ভেদে এর প্রয়োজন রয়েছে। যারা পিএইচডি তে এপ্লাই করবে তাদের রিসার্চ প্রোপোজাল, সাইন্টিফিক ওয়ার্ক, পাবলিকেশন থেকে থাকে তবে সাবজেক্ট ভেদে প্রয়োজন হতে পারে।
- আপনি চাইলে বিভিন্ন এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট যেমনঃ অ্যাচিভমেন্ট, এওয়ার্ড, ভলেন্টিয়ার, ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইত্যাদি সিভি তে উল্লেখ করে দিতে পারেন ও সার্টিফিকেট এটাচ করে দিতে পারেন।
ডকুমেন্টস এর বিষয় কিছু অতিরিক্ত তথ্যঃ
- যাদের নামের সমস্যা রয়েছে বা নামের সংশোধন রয়েছে তাদের ক্ষেতে নামের এফিডেভিট লাগবে।
- যারা কোন ইউনিভার্সিটিতে রয়েছেন অলরেডি এবং লাস্ট সেমিস্টার/ইয়ার এ রয়েছেন তারা ইউনিভার্সিটি রেজিস্টার থেকে আপনার একটি মার্কশীট ও আপনি এই বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করবেন এভাবে একটি সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারবেন।
- ১৮ বছরের কম বয়সী হলে প্যারেন্টিয়াল কনসেন্ট (Parental Consent) প্রয়োজন হবে এবং সেটি নোটারি করা হতে হবে।
- যদি কেউ রোমানিয়ান ভাষা দক্ষতার সার্টিফিকেট থাকে সেটি দিতে পারবেন।
ইউনিভার্সিটি লিস্ট – যেসকল ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেনঃ
- “Aurel Vlaicu” University of Arad
- “Constantin Brancusi” University of Târgu-Jiu
- “Dunarea de Jos” University of Galati
- “George Enescu” National University of Arts from Iasi
- “Grigore T. Popa” University of Medicine and Pharmacy Iasi
- “Ion Ionescu de la Brad” University of Agricultural Sciences and Veterinary Medicine in Iasi
- “Ion Mincu” University of Architecture and Urbanism
- “Transilvania” University of Brasov
- “Vasile Alecsandri” University of Bacău
- 1 Decembrie 1918 University of Alba Iulia
- Babeş-Bolyai University
- Banat’s University of Agricultural Sciences and Veterinary Medicine ”King Michael I of Romania” from Timisoara
- Constanta Maritime University
- Lucian Blaga University of Sibiu
- National University of Arts, Bucharest
- National University of Music Bucharest
- National University of Physical Education and Sports of Bucharest
- National University of Political Studies and Public Administration
- National University of Theatre and Film “I.L. Caragiale Bucharest” UNATC
- Ovidius University of Constanta
- Petroleum-Gas University of Ploiesti
- Politehnica University of Timisoara
- Stefan cel Mare University of Suceava
- Technical University of Civil Engineering Bucharest
- Technical University of Cluj-Napoca
- The Bucharest University of Economic Studies
- The George Emil Palade University of Medicine, Pharmacy, Science, and Technology from Targu Mures
- The National Academy of Music “Gheorghe Dima” Cluj-Napoca
- University of Agricultural Sciences and Veterinary Medicine Cluj-Napoca
- University of Agronomic Sciences and Veterinary Medicine of Bucharest
- University of Art and Design in Cluj-Napoca
- University of Arts Targu Mures
- University of Bucharest
- University of Craiova
- University of Oradea
- University of Petrosani
- University of Pitesti
- University Politehnica of Bucharest
- West University of Timisoara
- ”Alexandru Ioan Cuza” University of Iași
- ”Gheorghe Asachi” Technical University of Iasi
- ”Valahia” University of Targoviste
আবেদনের জন্য বয়সসীমাঃ
কোনো বয়সসীমা নেই।
আবেদনের ডেডলাইনঃ
আবেদনের ডেডলাইন ১২ মার্চ ২০২৫
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com
📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Group: https://chat.whatsapp.com/Cxi4R8KwGIAB28I2jhUW0h