সৌদি শিক্ষা মন্ত্রণালয় ও মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় এর সাথে মুয়াদালাকৃত সালাফি মাদ্রাসাসমূহের তালিকা

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,

অনেকেই জানতে চান মুয়াদালাকৃত মাদ্রাসা কি জিনিস? আসলে সৌদি আরবে পড়তে হলে আপনাকে অবশ্যই সরকারি সনদ যেমন এইচএসসি/আলিম দিয়ে আবেদন করতে হবে। কিন্তু বাংলাদেশে অনেকে সরকারি সনদ ছাড়া যখন সৌদি আরবে পড়তে চান তখন এটি অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তাই সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের কতিপয় সালাফি মাদ্রাসাগুলোর মুয়াদালা বা চুক্তি রয়েছে। প্রতি বছর সে সকল মাদ্রাসা থেকে কিছু সংখ্যক ছাত্ররা স্কলারশিপে সৌদি তে পড়াশোনার সুযোগ পায়।

সৌদি মিনিস্ট্রির (শিক্ষা মন্ত্রণালয়) এর সাথে মুয়াদালাকৃত মাদ্রাসাসমূহঃ

১. মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা।
২. সরকারি মাদরাসা-ই-আলিয়া, বখশীবাজার, ঢাকা।
৩. জামিয়া দারুল মা‘আরিফ, চট্টগ্রাম।
৪. মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ, পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
৫. আল মারকাযুল ইসলামী আস সালাফী, নওদাপাড়া, রাজশাহী।
৬. মাদরাসা সিরাজুল হুদা, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ।
৭. মাদরাসা দারুল হুদা আস সালাফিয়্যাহ, আলাদীপুর, সাপাহার, নওগাঁ।
৮. মাদরাসাতুল হাদীস, নাজিরবাজার, ঢাকা।
৯. মাদরাসা দারুল হাদীস, পুরাতন বাঁশবাজার, পাবনা।
১০.আল মাদরাসাতুল ইসলামিয়্যাহ আল আরাবিয়্যাহ আস সালাফিয়্যাহ, সাপাহার, নওগাঁ।
১১. মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা।
১২. মাদরাসা ঈশাআতুল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ, রাণীবাজার, রাজশাহী।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে মুয়াদালাকৃত মাদ্রাসাসমূহঃ

১. মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা।
২. সরকারী সরকারি মাদরাসা-ই-আলিয়া, বখশীবাজার, ঢাকা।
৩. জামিয়া দারুল মা‘আরিফ, চট্টগ্রাম।
৪. মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ, পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
৫. আল মারকাযুল ইসলামী আস সালাফী, নওদাপাড়া, রাজশাহী।
৬. মাদরাসা সিরাজুল হুদা, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ।
৭. মাদরাসা দারুল হুদা আস সালাফিয়্যাহ, আলাদীপুর, সাপাহার, নওগাঁ।
৮. মাদরাসাতুল হাদীস, নাজিরবাজার, ঢাকা।
৯. মাদরাসা দারুল হাদীস, পুরাতন বাঁশবাজার, পাবনা।
১০.আল মাদরাসাতুল ইসলামিয়্যাহ আল আরাবিয়্যাহ আস সালাফিয়্যাহ, কদমডাঙ্গা, সাপাহার, নওগাঁ।
১১. মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা।
১২. মাদরাসা ঈশাআতুল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ, রাণীবাজার, রাজশাহী।
১৩. দোলেশ্বর ইসলামীয়া মাদরাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
১৪. মাদরাসাতুল হাদীস আস সালাফিয়্যাহ, সাবগ্রাম বগুড়া।
১৫. দারুল উলুম সালাফিয়্যাহ মাদরাসা, কলমুডাঙ্গা, সাপাহার, নওগাঁ।
১৬. দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, হেদাতিপাড়া, বাঘা, রাজশাহী।
১৭. মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ, ঠাকুরগাঁও।
১৮. আল মাদরাসাতুস সালাফিয়্যাহ, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ।।
১৯. আল মা‘হাদ আস সালাফী, খুলনা।

 

📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com

📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Community: https://chat.whatsapp.com/KfHetguhMniLvsiMQMBXt1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *