আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ!
শুরু হয়েছে ইরাকের সরকারি স্কলারশিপ। গতবছর প্রতিটা ইউনিভার্সিটি আলাদা আলাদা ভাবে আবেদন নিলেও এই বছর থেকে তারা একটি সেন্ট্রালাইজ প্রক্রিয়া করে সৌদি মিনিস্ট্রির মত আবেদন নেয়া শুরু করেছে। গতবছর ইরাকের কারবালা ইউনিভার্সিটি ও নাহরাইন ইউনিভার্সিটে আমাদের ৫ জন শিক্ষার্থী স্কলারশিপ পেয়ে সেখানে পড়ছেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন অথবা আমদের সফলতার একাংশ পেইজে গিয়ে দেখতে পারেন।
আবেদন যারা করতে পারবেঃ
যারা আলিম/এইচএসসি/কওমী সানুবিয়া/ ডিপ্লোমা/ব্যাচেলর/উচ্চতর ডিপ্লোমা/মাস্টার্স/পিএইচডি সবাই আবেদন করতে পারবে।
আবেদনকারীর যোগ্যতাসমূহঃ
- আবেদনকারীকে অবশ্যই একজন বিদেশী শিক্ষার্থী হতে হবে ও যদি আরব দেশের ছাত্র হয় তবে নন-ইরাকি বাবা মায়ের সন্তান হতে হবে। বিদেশি ও ইরাকি জাতীয়তা বহির্ভুত হতে হবে।
- আবেদনকারীর বাবা-মাকে অবশ্যই নন-ইরাকি হতে হবে ও নন-ইরাকি আইডেন্টিটি থাকতে হবে।
- আবেনকারীকে অবশ্যই নন-ইরাকি হাই স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে।
- আবেদনকারী পূর্বে ইরাকের কোন পাবলিক কলেজ/ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে তারা আবেদন করতে পারবেনা।
- আবেদনকারীর উচিত নয় পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট কলেজ/ইউনিভার্সিটিতে যেকোন পাবলিক বা প্রাইভেট অথবা প্রাইভেট এডমিশন প্রোগ্রামে আবেদন করা।
- যারা পূর্বে “স্টাডি ইন ইরাক প্রোগ্রাম” এ আবেদন করে একটি সিট অর্জন করেছে তারা ইরাকি মন্ত্রণালয় এপয়েন্টমেন্টের সুবিধা বা নন-এডুকেশন এর সুবিধার অন্তর্ভুক্ত হবেনা।
যে সকল শ্রেনিতে আবেদন করা যাবেঃ
- ডিপ্লোমা
- ব্যাচেলর
- উচ্চতর ডিপ্লোমা
- মাস্টার্স
- পিএইচডি
ফুল ফ্রি স্কলারশিপের বয়সসীমাসমূহঃ
- আন্ডারগ্রাজুয়েট স্টাডি (ডিপ্লোমা ও ব্যাচেলর)- সর্বোচ্চ ৩০ বছর।
- পোস্টগ্রাজুয়েট স্টাডি (হাইয়ার ডিপ্লোমা, মাস্টার্স ও ডক্টোরেট) – মাস্টার্সের জন্য সর্বোচ্চ ৪০ বছর ও ডক্টোরেটের জন্য সর্বোচ্চ ৪৫ বছর।
হাফ ফ্রি স্কলারশিপের বয়সসীমাসমূহঃ
- আন্ডারগ্রাজুয়েট স্টাডি (ডিপ্লোমা ও ব্যাচেলর)- সর্বোচ্চ ৩৩ বছর।
- পোস্টগ্রাজুয়েট স্টাডি (হাইয়ার ডিপ্লোমা, মাস্টার্স ও ডক্টোরেট) – নির্দিষ্ট বয়সসীমা নেই। যেকোন বয়সে আবেদন করতে পারবে।
প্রাইভেট এক্সপেন্স আবেদন এর বয়সসীমাসমূহঃ
- আন্ডারগ্রাজুয়েট স্টাডি (ডিপ্লোমা ও ব্যাচেলর)- নির্দিষ্ট বয়সসীমা নেই। যেকোন বয়সে আবেদন করতে পারবে।
- পোস্টগ্রাজুয়েট স্টাডি (হাইয়ার ডিপ্লোমা, মাস্টার্স ও ডক্টোরেট) – নির্দিষ্ট বয়সসীমা নেই। যেকোন বয়সে আবেদন করতে পারবে।
ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ-সুবিধাঃ
ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো হচ্ছেঃ
- টিউশন ফি নেই।
- একোমোডেশন ফি নেই।
বিঃদ্রঃ বাকি সমস্ত ফি ছাত্র-ছাত্রীর বহন করতে হবে। মাসিক স্টাইপেন্ড বা খাবার খরচ দেয়া হবেনা।
স্কলারশিপের ধরনঃ
- ফুল ফান্ডেড – (টিউশন ফি ও একোমোডেশন ফি নেই।)
- হাফ ফান্ডেড – (হাফ টিউশন ফি ছাত্র-ছাত্রীর বহন করতেহ হবে।)
- সেলফ ফান্ডেড – (সম্পূর্ণ খরচ ছাত্র-ছাত্রীর বহন করতে হবে)
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. পাসপোর্ট।
২. বাবা-মায়ের আইডি কার্ড। (আরবি অনুবাদ সহ)
৩. অঙ্গীকারনামা। (আমরাই দিব)
৪. আলিম/এইচএসসি/ডিপ্লোমা/সানুবিয়া/ব্যাচেলর/ উচ্চতর ডিপ্লোমা/মাস্টার্স/পিএইচডি এর সার্টিফিকেট ও মার্কশীট। (রঙিন ও সত্যায়িত কপি)
৫. একটি স্টুডিও থেকে তোলা পাসপোর্ট সাইজ ছবি। (সাদা ব্যাকগ্রাউন্ডে)
৬. একটি সিগনেচার এর ছবি। (সাদা পেইজের উপর নাম লিখে ছবি তুলে দিতে হবে)
ইরাকের যে সমস্ত সাবজেক্ট এ আবেদন করতে পারবেনঃ
এখানে সাইন্স, আর্টস, কমার্স, ইসলামিক বিষয় সব ধরনের বিষয় ই আছে। যেহেতু সার্ভারে প্রতিটা ইউনিভার্সিটি এর জন্য আলাদা সাবজেক্ট বিদ্যমান তাই সাবজেক্ট এর লিস্ট গুলা এখানে দেয়া সম্ভব না।
ইরাকের যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যাবে – এখানে প্রাইভেট ও পাবলিক ইউনিভার্সিটিগুলো একত্রে রয়েছে, আলাদা আলাদা দেখতে নিচে একটি ছবি দেয়া আছে সেটা দেখুন। সমস্ত ইউনিভার্সিটির তালিকা গুলো হচ্ছেঃ
-
University of Baghdad
-
University of Mosul
-
University of Basrah
-
Mustansiriyah University
-
University of Technology
-
University of Kufa
-
Tikrit University
-
University of Al-Qadisiyah
-
University of Anbar
-
University of Babylon
-
University of Diyala
-
University of Kerbala
-
University of Thi-Qar
-
University of Kirkuk
-
Wasit University
-
Al-Nahrain University
-
Al Iraqia University
-
University of Misan
-
AL-Muthanna University
-
University of Samarra
-
Sumer University
-
Al-Qasim Green University
-
Ninevah University
-
Basra University for Oil and Gas
-
University Of Al-Hamdaniya
-
University of Telafer
-
University of Fallujah
-
University of Information Technology and Communications (UoITC)
-
Al-Karkh University of Science
-
Northern Technical University
-
Middle Technical University
-
Al-Furat Al-Awsat Technical University
-
Southern Technical University
-
Imam Kadhim College Islamic Science University
-
Jabir Ibn Hayyan Medical University
-
Jabir Ibn Hayyan Medical University
-
Al Salam University College
-
Al-Ameed University
-
Al-Ayen University
-
Al-Esraa University
-
Al-Farahidi University
-
Alimum University College
-
al-kunooze university college
-
Al-Maarif University College
-
Al-Nisour University College
-
Al-Noor University College
-
Al-Shaab University
-
Altoosi University college
-
Al-Turath University
-
Al-Zahrawi University College
-
Ashur University
-
Hilla University College
-
Islamic University College Najaf
-
The American University of Iraq – Baghdad (AUIB)
-
University of Alkafeel
-
University of Sawa
-
University of Warith Al-Anbiyaa
-
Uruk Private University
-
Yarmouk University College
পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিগুলো লিস্ট দেখতে নিচের ছবিটি দেখুনঃ
এখানে পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির লিস্ট পাবেন।
আবেদনের ডেডলাইনঃ
প্রতি বছর পোস্টগ্রাজুয়েটের আবেদন শেষ হবে জুনের শুরুর দিকে (তারিখ উল্লেখ নেই) ও আন্ডারগ্রাজুয়েট স্টাডিজ এর আবেদন শেষ হবে মধ্য আগস্ট এ।
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com
📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Community: https://chat.whatsapp.com/KfHetguhMniLvsiMQMBXt1