আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,
তাজকিয়া বা আরবি রেকমেন্ডেশন লেটার কেন জরুরী?
তাজকিয়া বা আরবি রেকমেন্ডেশন লেটার সৌদি আরবে স্কলারশিপ আবেদন এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত আপনার স্কলারশিপ প্রোফাইলকে আরও শক্তিশালী করার জন্য ই এই তাজকিয়া। এটি মূলত বাংলাদেশ ও সৌদি আরবে পরিচিত যে সকল আলেম আছেন তাদের থেকে নিতে হয় এবং তারাই এটি দিয়ে থাকেন। কাদের থেকে এই তাজকিয়া নিবেন এই লিস্ট দেয়া হলো। ভবিষ্যতে এই লিস্ট এর সংখ্যা আরও বাড়বে।
১. প্রফেসর কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরি
ঠিকানাঃ বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় – Bangladesh Islamic University (BIU) মুগদা মান্ডা, ঢাকা। মুগদা তে নেমে একটি রিক্সা নিয়ে এই বিশ্ববিদ্যালয় চলে যাবেন। এটি গ্রীন টাউন সিটিতে অবস্থিত।
যোগাযোগঃ +880 1786-893667 (জাফরি হুজুরের পিএস এর নাম্বার)
তাজকিয়া নিতে ফি দিতে হবে কিনাঃ হ্যাঁ ২০০ টাকা ফি নিয়ে যাবেন।
২. ড. খলিলুর রহমান মাদানী
ঠিকানাঃ বাংলাদেশ মসজিদ মিশন, কাঁটাবন কেন্দ্রীয় মসজিদ, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা – ১০০০।
* ফোন নাম্বার দরকার নেই সরাসরি ঠিকানা তে চলে যাবেন। (সরকারি ছুটি ব্যতিত)
তাজকিয়া নিতে ফি দিতে হবে কিনাঃ না ফি লাগবেনা।
২. ওয়ালীউর রহমান আযহারী (ইসলামিক ফাউন্ডেশন)
ঠিকানাঃ আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা – ১২০৭।
যোগাযোগঃ +880 1852485628 (ইসলামিক ফাউন্ডেশন এ ১০১ রুমে কর্মরত ব্যক্তির নাম্বার)
তাজকিয়া নিতে ফি দিতে হবে কিনাঃ হ্যাঁ ২০০ টাকা ফি নিয়ে যাবেন।
২. মুহাম্মাদ সুলতান যওক নদভী হুজুর (প্রিন্সিপাল, জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম)
তাযকিয়ার আবেদনকারীদের জন্য প্রযোজ্য:
১. আবেদনকারীকে অবশ্যই আবেদন করার জন্য শায়খের অফিসে (জামেয়া দারুল মা’আরিফে) স্বশরিরে উপস্থিত হতে হবে।
২. আবেদনকারীর আলিম / দাওরায়ে হাদিসের সার্টিফিকেট ও মার্কসিটের একটি করে ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।
৩. আবেদনকারী যেদিন তাযকিয়ার জন্য আবেদন করবেন সেদিনেই তাযকিয়া পাওয়া যাবে না।
৪. আবেদনের তারিখ হতে কমপক্ষে তিন কর্মদিবস অপেক্ষা করতে হবে।
৫ শায়খের অসুস্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে ৩ দিনের চেয়েও বেশি সময় লাগতে পারে।
৬ প্রতিটি তাযকিয়ার জন্য নির্ধারিত ফি ১০০০ টাকা।
৭. তাযকিয়া রেডি হলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
যোগাযোগ:+8801832-993630 (WhatsApp) , +8801840-569885 (WhatsApp)