Universitas Muhammadiyah Yogyakarta- ইন্দোনেশিয়া মুহাম্মাদিয়া ইয়োগইয়াকার্তা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৫

আসসালামু আলাইকুম। এই বছর আবারো শুরু হয়ে গেলো ইন্দোনেশিয়ার একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রোগ্রাম। এই বছরের জন্য আমরা বিস্তারিত সবকিছু এখানে জেনে নিব ইনশাল্লাহ।

আপনার গ্লোবাল সম্ভাবনাকে উন্মোচন করুন ইউনিভার্সিটাস মুহাম্মাদিয়াহ যোগ্যাকার্তা (UMY) এর ফুল-টাইম স্টাডি স্কলারশিপ এর মাধ্যমে!

✨ কেন এই স্কলারশিপ?

UMY বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য “Young and Global” শিক্ষার পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই স্কলারশিপটি মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা একাডেমিক উৎকর্ষতা অর্জনের পাশাপাশি একটি বহুমুখী সংস্কৃতির অংশ হতে পারবে।

🎯 প্রোগ্রাম ও সুযোগসমূহ

আন্ডারগ্র্যাজুয়েট (ব্যাচেলর): ৪ বছর (৮ সেমিস্টার)
মাস্টার্স: ২ বছর (৪ সেমিস্টার)
ডক্টরাল (পিএইচডি): ৪ বছর

📌 বৃত্তির সুবিধা:
🎓 প্রথম এক বছরের জন্য টিউশন ফি ও জীবনযাত্রার খরচ সম্পূর্ণ ফ্রি!
📌 পরবর্তী সেমিস্টারগুলোতে GPA এর ভিত্তিতে বৃত্তির পরিমাণ নির্ধারিত হবে:

🔹 আন্ডারগ্র্যাজুয়েট:
✅ GPA ≥ 3.00 → টিউশন ফি ও জীবনযাত্রার সম্পূর্ণ খরচ ফ্রি!
✅ GPA 2.75 – 3.00 → ৭৫% টিউশন ফি ছাড়
✅ GPA < 2.75 → বৃত্তি বাতিল

🔹 মাস্টার্স ও ডক্টরাল:
✅ GPA ≥ 3.50 → টিউশন ফি ও জীবনযাত্রার সম্পূর্ণ খরচ ফ্রি!
✅ GPA 3.25 – 3.50 → ৭৫% টিউশন ফি ছাড়
✅ GPA 3.00 – 3.25 → ৫০% টিউশন ফি ছাড়
✅ GPA < 2.75 → বৃত্তি বাতিল

📌 মাসিক ভাতা:
💰 আন্ডারগ্র্যাজুয়েট: ১,৮৫০,০০০ IDR
💰 মাস্টার্স: ২,৩৫০,০০০ IDR
💰 ডক্টরাল: ২,৬০০,০০০ IDR

আবেদনের যোগ্যতা

🔹 ভাষার যোগ্যতা: IELTS/TOEFL/Duolingo/TOEIC (স্নাতক: B1, মাস্টার্স ও ডক্টরাল: B2 CEFR)
🔹 ইংরেজি ভাষার ছাড়পত্র (যদি আগের শিক্ষা ইংরেজিতে হয়ে থাকে)
🔹 একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
🔹 পাসপোর্ট
🔹 মোটিভেশন লেটার
🔹 দুইটি রেফারেন্স লেটার (মাস্টার্স ও ডক্টরাল এ আবেদনের জন্য)
🔹 সংক্ষিপ্ত গবেষণা প্রস্তাব (মাস্টার্স ও ডক্টরাল এ আবেদনের জন্য)

📌 সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট শুধুমাত্র ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায় গ্রহণযোগ্য।

🕛আবেদনের শেষ সময়ঃ 

০৯  এপ্লিল ২০২৫

🎯 🎓 ব্যাচেলর প্রোগ্রাম (স্নাতক)

🏗️ ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি

✅ সিভিল ইঞ্জিনিয়ারিং  (রেগুলার)
✅ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং  (রেগুলার)
✅ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (রেগুলার)
✅ ইনফরমেশন টেকনোলজি  (রেগুলার)

🌱 কৃষি ও স্বাস্থ্য বিজ্ঞান

✅ এগ্রোটেকনোলজি  (রেগুলার)
✅ এগ্রিবিজনেস  (রেগুলার)
✅ নার্সিং  (রেগুলার)


🌍 আন্তর্জাতিক ব্যাচেলর প্রোগ্রাম

✅ আন্তর্জাতিক ব্যবস্থাপনা ও ব্যবসা (IMaBs)  (আন্তর্জাতিক)
✅ আন্তর্জাতিক হিসাবরক্ষণ (IPAcc)  (আন্তর্জাতিক)
✅ ইসলামিক অর্থনীতি ও ফিনান্স (IPIEF)  (আন্তর্জাতিক)
✅ আন্তর্জাতিক সম্পর্ক (IPIREL)  (আন্তর্জাতিক)
✅ সরকারি প্রশাসন (IGOV)  (আন্তর্জাতিক)
✅ যোগাযোগ অধ্যয়ন (IP-COS)  (আন্তর্জাতিক)
✅ আইন ও শরিয়া (IPOLS)  (আন্তর্জাতিক)
✅ ইসলামিক কমিউনিকেশন (IPICOM)  (আন্তর্জাতিক)


📚 ভাষা ও শিক্ষা (ব্যাচেলর – রেগুলার প্রোগ্রাম)

✅ ইসলামিক শিক্ষা  (রেগুলার)
✅ ইংরেজি ভাষা শিক্ষা  (রেগুলার)
✅ আরবি ভাষা শিক্ষা  (রেগুলার)
✅ জাপানি ভাষা শিক্ষা  (রেগুলার)


🎓 স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম (রেগুলার)

✅ ইসলামিক স্টাডিজ 
✅ ব্যবস্থাপনা 
✅ হাসপাতাল প্রশাসন 
✅ সরকারি কার্যক্রম ও প্রশাসন 
✅ নার্সিং 
✅ আন্তর্জাতিক সম্পর্ক 
✅ আইন 
✅ সিভিল ইঞ্জিনিয়ারিং 
✅ হিসাবরক্ষণ 
✅ অর্থনীতি 
✅ গণমাধ্যম ও যোগাযোগ


🎓 ডক্টরাল (পিএইচডি) প্রোগ্রাম (রেগুলার)

✅ ইসলামিক শিক্ষামূলক মনোবিজ্ঞান 
✅ ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান 
✅ ব্যবস্থাপনা 
✅ সরকারি কার্যক্রম ও প্রশাসন


🛠️ ভোকেশনাল প্রোগ্রাম (রেগুলার)

ইলেক্ট্রো-মেডিকেল প্রযুক্তি 
অটোমোটিভ প্রযুক্তি

📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
🟦 Facebook ID: https://www.facebook.com/scholarshipcarecenter/
🗣️ Messenger: https://m.me/scholarshipcarecenter
☎️ WhatsApp Number: +8801779-748813 (Text Only)
☎️ WhatsApp: https://wa.me/message/77CR5HSCWW2WA1
📧 Email: scholarshipcarecenter10@gmail.com
🟦 Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter
🟦 Website: https://scholarshipcarecenter.com/
🟥 স্কলারশিপ কেয়ার সেন্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *