Kulliyatud Da’wah Al-Islamia, Lybia. লিবিয়া স্কলারশিপ আবেদন। রয়েছে দাঈ হিসাবে চাকুরির সুযোগ

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, আলহামদুলিলাহ!
শুরু হয়েছে ত্রিপোলি-লিবিয়া স্কলারশিপ ২০২৩-২০২৪ সেশনের জন্য।

আবেদনের ধরনঃ অনার্স

→ সুযোগ-সুবিধাঃ
১. থাকা-খাওয়া
২. এককালীন প্রস্তুতি ভাতা
৩. মেডিকেল ইন্সুরেন্স
৪. মাসিক স্টাইপেন্ড
৫. যাওয়া-আসার এয়ার টিকেট
৬. শিক্ষার উপকরন
৭. লেখাপড়া শেষে নিজ দেশে দাঈ হিসাবে চাকুরির সুযোগ

→  যা যা লাগবেঃ
১. এইচএসসি/আলিম/সানুবিয়া/ সার্টিফিকেট + মার্কশীট (মেইন কপি + আরবি অনুবাদ)
২. পুলিশ ক্লিয়ারেন্স (মেইন কপি + আরবি অনুবাদ)
৩. পাসপোর্ট (মেইন কপি + আরবি অনুবাদ)
৪. মেডিকেল সার্টিফিকেট (মেইন কপি + আরবি অনুবাদ)
৫. ২ টি তাজকিয়া
৬. ছবি (৬*৪ মাপের )
৭. অন্যান্য কাগজ (যদি থাকে তার (মেইন কপি + আরবি অনুবাদ)

(সকল কাগজের আরবি অনুবাদ হতে হবে)

→ যে সকল সাবজেক্টে আবেদন করা যাবেঃ
1. COMPUTER AND INFORMATION TECHNOLOGY.
2. FINANCING BANKS AND ACCOUNTING.

এই দুটি সাবজেক্টে আবেদন করা যাবেঃ ০১ এপ্রিল ২০২৩ পর্যন্ত

3. ISLAMIC LAW
4. DAWAH AND CIVILIZATION
5. ARABIC LANGUAGE AND LITERATURE

বয়সসীমাঃ ১৭-২৩ এর সমমান বা নিচে।

এই দুটি সাবজেক্টে আবেদন করা যাবেঃ ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত

উল্লেখ্য যে, আবেদনের তারিখ শেষ হয়ে গেলেও আবেদন চলমান। তাই চাইলে আবেদন করতে  পারবেন।


📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
 Facebook ID   ||  Messenger || WhatsApp Number: +8801779-748813 (Text only) || WhatsApp Link || Email 
|| Facebook Group

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *