ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ যেটিকে আইপিএস স্কলারশিপ ও বলা হয় এবং এটি আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ অফার করে মুহাম্মাদিয়া সুরাকার্তা বিশ্ববিদ্যালয় এর অধীনে।আইপিএস স্কলারশিপ একটি সুযোগ প্রদান করে প্রতিটি মুসলিম দেশের ইউথদের জন্য এবং এখানে আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট এর অপশন ও রয়েছে উন্নয়নশীল মুসলিম দেশ সমূহের জন্য।
যেসকল প্রোগ্রামে আবেদন করা যাবেঃ
- আন্ডারগ্রাজুয়েট – সকল আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম (রেগুলার ও ইন্টারন্যাশনাল ক্লাস) এখানে এভেইলেবল আছে এবং রেগুলার সাবজেক্ট এর ক্লাস গুলো (বাহাসা) ইন্দোনেশিয়ান ভাষা পড়ানো হবে এবং আন্তর্জাতিক বিষয়গুলো ইংরেজিতে পড়ানো হবে। ইসলামিক স্টাডিজ অফার করা হয় আরবিতে।
- পোস্টগ্রাজুয়েট – সকল পোস্টগ্রাজুয়েট ক্লাস গুলো (বাহাসা) ইন্দোনেশিয়ান ভাষা পড়ানো হবে শুধুমাত্র (Master of English Education) এটি ইংরেজিতে পড়ানো হবে।
স্কলারশিপ ভ্যালু/সময়কালঃ
- আন্ডারগ্রাজুয়েট – স্কলারশিপের সুবিধাগুলির মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত যেমনঃ টিউশন ফি মওকুফ, অন ক্যাম্পাস হেলথ সার্ভিস এবং আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের জন্য (বাহাসা) ইন্দোনেশিয়ান ভাষা কোর্স যারা রেগুলার প্রোগ্রামে আবেদন করেছে। এই স্কলারশিপটি মূলত ৮ সেমিস্টার অফার করে।
- পোস্টগ্রাজুয়েট – স্কলারশিপের সুবিধাগুলির মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত যেমনঃ টিউশন ফি মওকুফ, অন ক্যাম্পাস হেলথ সার্ভিস এবং বাহাসা ইন্দোনেশিয়ান ভাষা কোর্স শুধুমাত্র ২ সেমিস্টার তাদের জন্য যারা রেগুলার প্রোগ্রামে আবেদন করেছে। এই স্কলারশিপে মূলত ৪ সেমিস্টার মাস্টার্স পোগ্রামের জন্য এবং ৬ সেমিস্টার ডক্টোরাল প্রোগ্রামের জন্য অফার করে।
স্কলারশিপের সুবিধা/যা যা কভার করবেঃ
আন্ডারগ্রাজুয়েট এ যারা স্কলারশিপ পাবে তাদের যে সকল সুবিধা রয়েছেঃ
- টিউশন ফি ৮ সেমিস্টারের জন্য
- লিভিং এলাওয়েন্স ১,৭৫০.০০০ ইন্দোনেশিয়ান রুপি/মাসিক।
- বুক এলাওয়েন্স ৫০,০০০ ইন্দোনেশিয়ান রুপি/মাসিক ।
- হেলথ ইন্সুরেন্স।
- ভিসা ফি।
- লিমিটেড স্টে পারমিট।
- ফিরতি বিমান টিকেট।
- ১ বছর ফ্রি ইন্দোনেশিয়ান ভাষা শেখার সুযোগ যারা রেগুলার ক্লাসের জন্য আবেদন করেছে।
পোস্টগ্রাজুয়েট এ যারা স্কলারশিপ পাবে তাদের যে সকল সুবিধা রয়েছেঃ
- টিউশন ফি ৪ সেমিস্টারের মাস্টার্স প্রোগ্রামের জন্য ও ৬ সেমিস্টার ডক্টোরাল প্রোগ্রামের জন্য।
- লিভিং এলাওয়েন্স ১,৭৫০.০০০ ইন্দোনেশিয়ান রুপি/মাসিক।
- বুক এলাওয়েন্স ৫০,০০০ ইন্দোনেশিয়ান রুপি/মাসিক।
- হেলথ ইন্সুরেন্স।
- ভিসা ফি।
- লিমিটেড স্টে পারমিট।
- ফিরতি বিমান টিকেট।
- ১ বছর ফ্রি ইন্দোনেশিয়ান ভাষা শেখার সুযোগ যারা রেগুলার ক্লাসের জন্য আবেদন করেছে।
সাবজেক্ট লিস্ট দেখতে ডাউনলোড করুন এই পিডিএফঃ
আবেদন করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজনঃ
- ছবি। (টুপি, চশমা ও টি-শার্ট ছাড়া নীল ব্যাকগ্রাউন্ড) See Reference
- সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট। (SSC,HSC, Honours, Masters ইত্যাদি)
- সর্বশেষ একাডেমিক মার্কশীট। (SSC,HSC, Honours, Masters ইত্যাদি)
- আরবি/ইংরেজি/বাহাসা (ইন্দোনেশিয়ান ভাষা) ভাষা দক্ষতার সনদ।
- পাসপোর্টের কভার পেজ। See Reference
- পাসপোর্ট। See Reference
- পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেয়া ইংরেজি রেকমেন্ডেশন লেটার।
- এমপ্লোয়ার/ইমিডিয়েট সুপারভাইজার এর থেকে নেয়া রেকমেন্ডেশন লেটার। (শুধুমাত্র পোস্টগ্রাজুয়েটে যারা এপ্লাই করবে তাদের জন্য এই ডকুমেন্টস লাগবে)
- মোটিভেশনাল লেটার। (ইংরেজি)
স্কলারশিপ পাবার পরে যে সকল ডকুমেন্টস লাগবেঃ
- মেডিকেল রিপোর্ট।
- অ্যাগ্রিমেন্ট এন্ড ডিক্লারেশন লেটার।
নোটঃ সমস্ত ডকুমেন্টস ইংরেজি তে হতে হবে। ইংরেজি তে না থাকলে ইংরেজি অনুবাদ করে নিতে হবে। কওমীর সানুবিয়া গ্রহনযোগ্য নয়।
আবেদনের ডেডলাইনঃ ১৫ মে ২০২৪।
বিঃদ্রঃ এখানে সমস্ত তথ্যাবলি বিভিন্ন রিসোর্স থেকে কালেক্ট করা। তাই যদি কোন ইউনিভার্সিটির সিনিয়র পার্সন কোন ভুল পেয়ে থাকেন। কাইন্ডলি রিকুয়েস্ট থাকবে পার্সোনালি যোগাযোগ করে কাইন্ডলি ভুলটি সঠিক করতে সাহায্য করবেন।
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com
📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Group: https://chat.whatsapp.com/Cxi4R8KwGIAB28I2jhUW0h

Jajakallah