সৌদি শিক্ষা মন্ত্রণালয়(এডুকেশন মিনিস্ট্রি) আবেদন বিস্তারিতঃ
আলহামদুলিল্লাহ, আমরা জানি সৌদি আরব-এ বর্তমানে ফুল স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহন করার জন্য ইউনিভার্সিটী থেকে আবেদন না নিয়ে সরাসরি মিনিস্ট্রি তে আবেদন নিচ্ছে। তাই ভবিষ্যতে সৌদিতে উচ্চশিক্ষা গ্রহন করতে হলে অবশ্যই তাদের এডুকেশন মিনিস্ট্রি তে আবেদন করতে হবে। আর এডুকেশন মিনিস্ট্রি তে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে তা বিস্তারিত নিচের ছবিটিতে বলে দেয়া হয়েছে। তাই যাদের এই ডকুমেন্টস নেই তারা আবেদন করতে পারবেন না।
বিঃদ্রঃ মনে রাখতে হবে, নিজের ডকুমেন্টস যেন ঠিক থাকে। নিজের টার সাথে বাবা অথবা মায়ের কোন ডকুমেন্টস যদি একটূ ভুল বা হালকা পরিবর্তন থাকে তবে এতে সমস্যা নেই। কারন ভিসা স্টূডেন্ট পাবে। আর মনে রাখতে হবে ডকুমেন্টস অরিজিনাল হতে হবে। ফেইক ডকুমেন্টস দিলে তার বিরুদ্ধে সৌদি মিনিস্ট্রি আইনগত ব্যবস্থা নিবে।
আর সুযোগ-সুবিধা আগের মতই, সৌদি আরবে পূর্বে ভার্সিটিতে যেমন সুযোগ সুবিধা ছিল তেমন ই থাকবে। শুধু আবেদনের নিয়ম টা পরিবর্তন হয়েছে।
স্কলারশিপের ধরনঃ
এই স্কলারশিপে তিন ধরনের স্কলারশিপ দেয়া হবে,
- ফুল ফান্ডেড স্কলারশিপ – Full Funded Scholarship (এখানে স্কলারশিপে কোন খরচ আপনার বহন করতে হবেনা)
- পার্সিয়াল স্কলারশিপ – Partial Scholarship (এখানে কিছু খরচ আপনাকে বহন করতে হবে)
- পেমেন্ট বেইজড – Payment Based (এখানে পুরো খরচ আপনার নিজেকে বহন করতে হবে)
যেসকল মেজর গুলোতে আবেদন করা যাবেঃ
- ডিপ্লোমা ইন অ্যারাবিক স্টাডিজ – Diploma in Arabic Language
- ব্যাচেলর ডিগ্রী – Bachelor’s Degree
- মাস্টার্স ডিগ্রী – Master’s Degree
- পিএইচডি ডিগ্রী – PhD
Note: মেডিসিন এর কোন সাবজেক্টে নেই। তাই মেডিসিন বা মেডিকেল রিলেটেড কোন সাবজেক্টে আবেদন করা যাবেনা। তবে পিওর সাইন্স ফ্যাকাল্টি তে আবেদন করতে পারবে।
যেসকল মেজর রয়েছেঃ
- Politics
- Law
- Education
- Business Administration
- Economics
- Engineering and Natural Sciences
- Computer Science
- Agriculture
- Shariah and Arabic
- Media
মন্ত্রনালয়ের অধীনে যেসকল ইউনভার্সিটি রয়েছেঃ
- Shaqra University
- King Faisal University
- Jeddah University
- Umm Al-Qura University
- Prince Sattam Bin Abdulaziz University
- Taif University
- Imam Muhammad University
- King Saud University
- Islamic University of Madina – শুধুমাত্র ছেলেদের
- Saudi Electronic University
- Qassim University
- Hafr Al Batin University
- Jouf University
- Majmah University
- Princess Nourah University -শুধুমাত্র মেয়েদের
- Ha’il University
- King Abdulaziz University
- Jazan University
- Bisha University
- King Khalid University
- Al Baha University
- Northern Border University
- Najran University
- Taibah University
- Tabuk University
- Imam Abdul Rahman Bin Faisal University
নোটঃ সৌদি আরবের প্রতিটি ইউনিভার্সিটিতে ছেলে-মেয়ে সিলেকশন নির্ভর করবে সিট থাকার উপর। উপরোক্ত প্রতিটা ইউনিভার্সিটিতে ছেলে-মেয়েদের সিট সংখ্যা নির্ধারন করা হয়েছে মাত্র ৫%। শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা-তে স্কলারশিপের সিট নির্ধারন হয়েছে ৮৫% এবং এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ছেলেদের জন্য।
আবেদন এর যোগ্যতাঃ
- বয়সসীমা আরবি ডিপ্লোমা বা ব্যাচেলর এর জন্য ১৭-২৫, মাস্টার্স এর জন্য সর্বোচ্চ ৩০, পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫
- পূর্বে সৌদি আরবে কোন স্কলারশিপ পেয়েছে তারা পারবেনা।
- সমস্ত সার্টিফিকেট মার্কশীট সহ অন্যান্য কাগজপত্র সত্যায়িত করে নেয়া। সত্যায়িত করার ব্যাপারে জানতে এই লিংকে ক্লিক করুন। (না করলেও অসুবিধা নেই)
- সৌদি আরবের কোন শিক্ষা প্রতিষ্টান থেকে বহিষ্কৃত না হওয়া।
- মেডিকেল ফিট থাকা।
- মেয়েদেরকে অবশ্যই সৌদি-তে অবস্থানকৃত মাহরাম থাকা লাগবে। মাহরামের পাসপোর্ট এবং ইকামার কপি প্রয়োজন হবে।
- মেয়েদের মাহরাম ছাড়াও অনার্সে আবেদন করা যাবে কয়েকটি ইউনিভার্সিটি তে যেমনঃ প্রিন্সেস নোরা, উম্মুল কুরা, কিং আব্দুল আজিজ ইত্যাদি।
যেসকল ভাষায় পড়ানো হবেঃ
- Arabic for Theory-Based Majors – যারা ইসলামিক ফ্যাকাল্টি তে পড়বে তাদের আরবি ভাষায় পড়ানো হবে।
- English for Practical-Based Majors – যারা সাইন্স বা জেনারেল এ পড়বে তাদের ইংরেজি ভাষায় পড়ানো হবে।
সুযোগ-সুবিধাঃ
- টিউশন ফি নেই।
- থাকা-খাওয়া ফ্রি।
- ভিসা ফ্রি।
- এয়ার টিকেট ফ্রি।
- মাসিক স্টাইপেন্ড দেয়া হবে। -আর্টস এর ছাত্র-ছাত্রীদের জন্য ৮৪০ রিয়াল ও সাইন্সের ছাত্র-ছাত্রীদের জন্য ৮৯০-৯০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
- যাওয়ার পর প্রস্তুতি ভাতা প্রায় ১৭০০ রিয়াল।
- বছরে ছুটির সময় যাওয়া আসার রাউন্ড এয়ার টিকেট দিয়ে দেয়া হবে।
নোটঃ উল্লেখ্য যে, উপরোক্ত সুযোগ-সুবিধাগুলো শুধুমাত্র ফুল ফ্রি স্কলারশিপের আওতায় পড়বে।
০১. আবেদন করতে যা যা লাগবেইঃ
- জন্ম সনদ ও আরবি অনুবাদ।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও আরবি অনুবাদ। (৬ মাসের বেশি পুরোনো হওয়া যাবেনা)
- বাবা ও মায়ের এনআইডি/জন্ম বা মৃত্যু সনদ ও আরবি অনুবাদ।
- আলিম/সানুবিয়া/এইচএসসি/অনার্স/মাস্টার্স এর মার্কশীট ও আরবি অনুবাদ।
- আলিম/সানুবিয়া/এইচএসসি/অনার্স/মাস্টার্স এর সার্টিফিকেট ও আরবি অনুবাদ।
- মেডিকেল সার্টিফিকেট ও আরবি অনুবাদ। (৬ মাসের বেশি পুরোনো হওয়া যাবেনা)
- পাসপোর্ট।
- ছবি। (4w*6h inch) (সাদা ব্যাকগ্রাউন্ডে টুপি ও চশমা ব্যতিত স্টুডিও থেকে তোলা হতে হবে।)
অতিরিক্ত ডকুমেন্টসঃ
- কলেজ/মাদ্রাসার প্রশংসাপত্র ও আরবি অনুবাদ।
- শিক্ষার্থীর ন্যাশনাল আইডি কার্ড ও আরবি অনুবাদ।
- তাজকিয়া। (১ বা ২টি)
- ইংরেজি রেকমেন্ডেশন লেটার। (১ বা ২টি)
- IETLS/TOEFL/আরবি ভাষা কোর্সের সনদ।
- এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট। (যেমনঃ বিভিন্ন কোর্স, সামাজিক কার্যক্রম, রক্তদান ইত্যাদি)
০২. নতুন নিয়মে আবেদন করতে যা প্রয়োজনঃ
- ছবি
- পাসপোর্ট
- সার্টিফিকেট ও মার্কশীট আরবি অনুবাদ সহ
- পুলিশ ক্লিয়ারেন্স ও আরবি অনুবাদ
- মেডিকেল ও আরবি অনুবাদ
- তাজকিয়া বা রেকমেন্ডেশন লেটার
- সিভি
- এক্সট্রা সনদ বা এক্সট্রা কারিকুলার এর সনদ (যদি থাকে)
নোটঃ যারা মদিনা চয়েস এ রাখবেন তারা তালিকা ০১ এর কাগজপত্র রেডী করবেন। কারন মদিনা তে আবেদনের পর মদিনার নিজস্ব পোর্টাল এ আবার আবেদন করতে হয়। তখন সকল কাগজপত্র দরকার হয় তাই আগে থেকেই রেডি করে রাখবেন।
মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে নিতে হবে তা জানতে এই লিংকে ক্লিক করুনঃ Click here
তাজকিয়া যাদের থেকে নিতে পারেন তা জানতে এই লিংকে ক্লিক করুনঃ Click here
Application Deadline (for Higher Diploma, M.A and PhD)
Contact Us
নির্ভুল আবেদন ও অনুবাদ এর সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com
📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Community: https://chat.whatsapp.com/KfHetguhMniLvsiMQMBXt1
নোটারি/সত্যায়ন লাগবে না?
আরবি ডিপ্লোমা এরপর অনার্স এ আবেদন করা যাবে? নাকি ডিরেক্ট অনার্স?
হ্যাঁ সত্যায়ন করে ফেলতে পারেন। নোটারি শুধু অনুবাদে দরকার হবে আর একাডেমিক কাগজে দরকার নেই। আর না করলেও অসুবিধা নেই। আবেদন যেকোন একটাতে করতে পারবেন শুধু অনার্স অথবা ডিপ্লোমা।
how cen for admision.
সমস্ত কাগজ নিয়ে আমাদের সাথে পোস্টে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।
মিনিস্ট্রিতে আবার আবেদন শুরু হবে কোন মাসে?
Next Year 2026 in sha allah
ভাই EEE তে মাস্টার্স করার জন্যে প্রোসেস টা বলতে পারেন?
সকল কাগজপত্র অনুবাদ করে আইএলটিএস সহ আবেদন করুন
১. নোটারী কি?
২. সৌদি আরবে আবেদন শুরু কবে থেকে?
আমি ২৩ সালে আলিম দিয়েছি।
১। উকিল কর্তৃক সত্যায়ন
২। অক্টোবরে আশা করা যায়
৩। কাগজপত্র গুছিয়ে রেডী করে রাখুন।
MasaAllah
আমি ২০২২ এ আলিম দিয়েছি।আমি কি আবেদন করতে পারব????
হা পারবেন।
বেফাকের সানুবিয়া বা শরহে বেকায়ার সার্টিফিকেট দিয়ে কি হবে?
না। মুয়াদালাকৃত সালাফি মাদ্রাসার শরহে বেকায়া লাগবে।
Vaiya, 24 er October e????
Not Understood
ইংরেজি মাধ্যম স্টুডেন্ট মেয়ে মারহাম ছাড়া প্রিন্সেস নোরা, উম্মুল কুরা, কিং আব্দুল আজিজ ইত্যাদি ইউনিভার্সিটিতে সাইন্স ফেকাল্টিতে আরবী কোর্স না করে সরাসরি স্কলারশিপ নিয়ে ভর্তি হতে পারবে ?
আমার মেয়ের জন্য খুজ নিচ্ছি গাইডলাইন প্রয়োজন ।
প্রিন্সেস নোরা তে সরাসরি অনার্সে পারবেনা। বাধ্যতামূলক আরবি ভাষা কোর্সে যেতে হবে। তবে কিং আজিজ বা উম্মুল কুরা তে পারবে ।
কম্পিউটার সাইন্স থেকে অনার্স করেছি। মেয়ে, মাহরাম নেই।ফুল স্কলারশিপ আবেদন এর জন্য কোথায় এখন কী করনীয়।
ফুল স্কলারশিপ এর জন্য আবেদন করতে হবে রিকোয়ারমেন্ট দেখে। আবেদনের বিকল্প কিছু নেই।
বছরে কত বার আবেদনের সুযোগ আসে?
এবং কখন কখন?
এটা নির্দিষ্ট নাই।
কোরআন নিয়ে মদিনায় ভার্সিটিতে পড়া সহজ হবে কি??
sohoj ba kothin jar jar perspective theke matter kore
ভাই আমি 2024 সালে আলিম পরীক্ষা দিয়েছি আমার পাসপোর্ট অলরেডি তৈরি হয়ে গেছে যাবতীয় কাগজ খুব শীঘ্রই রেডি হয়ে যাবে ভাই বলছিলাম আবেদন কবে থেকে শুরু হবে আর এটা আমরা কিভাবে জানতে পারবো।
you can check the website studyinsaudi.moe.gov.sa
Assalamualikum…ai scholarship ta ki akhn running ase??? jodi na thake tahole kobe start hbe Application??
walaikumus salam. running chilo ekhon apatoto off ache abar ashbe in sha aallah
মিনিস্ট্রির পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগে?
নির্দিষ্ট কোন সময় নেই এটার। এক বছর বা আরও বেশি লাগতে পারে
ওয়াইফ সহ নিয়ে যাওয়ার কোন সুযোগ আছে
আগে নিজে যেতে হবে এরপর পারবেন নিয়ে যেতে।
অনার্স এর জন্য আবেদন আবার কবে করা যাবে
may 2026